৩০০+ প্রকৃতি নিয়ে ক্যাপশন | সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশন

প্রকৃতি নিয়ে ক্যাপশন আর্টিকেলে আপনাকে স্বাগতম। আপনি নিশ্চয়ই প্রকৃতিতে নিজেকে বিলিয়ে দিয়েছেন খুঁজে পেয়েছেন অনন্য সাধ। সেই সময়কে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আপনার টাইমলাইনে পিকচার দিয়ে কিছু প্রকৃতি নিয়ে ক্যাপশন খুজতেছেন! আর কষ্ট হবে না আজকের এই আর্টিকেল আমরা আপনাদের উপহার দিব খুবই সুন্দর ও আকর্ষণীয় কিছু প্রকৃতি নিয়ে ক্যাপশন সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশন । ইনশাআল্লাহ

প্রকৃতি আল্লাহর দেওয়া এমন এক নেয়ামত যার মধ্যে আল্লাহর রহমত লুকিয়ে আছে। জীবনের আসল আনন্দ তো ঠিক তখন পাওয়া যায় যখন কেউ প্রকৃতির মাঝে হারিয়ে যায়। আপনি যত বেশি প্রকৃতিতে সময় দিতে পারবেন তত বেশি এর মর্ম বুঝতে পারবেন।

ধ্বংস হওয়া সব কিছুকে পুনরায় নতুন করে প্রাণ দিতে পারে এই প্রকৃতি। সেই ব্যক্তি হচ্ছে আসল বুদ্ধিমান যে প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে।মন ভালো করার সবচেয়ে ভালো মাধ্যম হলো প্রকৃতি। মানুষ মাত্রই প্রকৃতি প্রিয়। জীবনের সবচেয়ে মূল্যবান সময় হলো আপনি প্রকৃতিতে নিজেকে হারিয়ে ফেলেন।

প্রকৃতি এমন একটি জায়গা যেখানে গিয়ে কেউ কখনো হতাশ হয়নি। আমাদের দেশের গ্রামের প্রকৃতি অন্য দেশের তুলনায় অনেক মায়াবী। যখন প্রচন্ড মন খারাপ থাকবে তখন একটু প্রকৃতির মাঝে ঘুরে আসুন। দেখবেন নিমিষেই মন ভালো হয়ে যাবে। পাশাপাশি অন্যকে যাওয়ার জন্য উৎসাহ দিন। পাশাপাশি আপনার জীবনের এই সুন্দর মুহূর্তকে ধরে রাখার জন্য সুন্দর সুন্দর প্রকৃতি নিয়ে ক্যাপশন নিজের টাইমলাইনে রেখে দিন।

প্রকৃতি নিয়ে ক্যাপশন

প্রকৃতি নিয়ে ক্যাপশন
প্রকৃতি নিয়ে ক্যাপশন

প্রকৃতির সৌন্দর্য কখনও ই পুরাতন হয় না বারবার নতুন রুপে নতুন বৈচিত্র্য নিয়ে ফিরে আসে🥰🥰

প্রকৃতির প্রেমে পড়া মানুষ গুলো,
সহজে নারীর প্রতি আসক্ত হয় না.!🦋✨

নেশা হোক ভ্রমনে,প্রেম হোক প্রকৃতির সাথে,

প্রকৃতি এমন একটা জিনিস,
যা প্রত্যেকটা মানুষের মনকে নতুনত্ব দেয়…
একটা নতুন ভালোলাগা সৃষ্টি করে।

প্রকৃতির সাথে মিশে জেতে পারলে
কিছু সময় অসম্ভব সুন্দর হয়ে ওঠে😌😌

প্রকৃতি আপনাকে উদার হয়ে বাঁচতে শেখাবে।

তুমি বরং আকাশ হও মেঘ ভাসানোর বেলা!আমি না হয় গৌধুলি হবো নিছক সন্ধেবেলা 🤍🙂⚡

প্রিয় তুমি যদি প্রকৃতি হোও ..!
তবে আমি সহস্র বার তোমার প্রেমে পড়বো 💙💙

প্রকৃতির সাথেই বারে বারে মিশতে ইচ্ছে করে!
তাই মাঝে মাঝে হারাই দূর দিগন্তে🌴

nature doesn’t go anyone unpunished.
প্রকৃতি কাউকে ছাড় দেন না।

আমার দরকার নাই এত বেশি উন্নতি যেখানে আমি হারিয়ে ফেলবো আমার সেই গ্রামে প্রকৃতি❤🥰

প্রকৃতির প্রেমে যদি নিজেকে মক্ত করতে পারেন, তবে দেখবেন,
পৃথিবীর সকল মোহ কেটে গেছে। 🥰🥰

প্রকৃতি – থেরাপির চেয়ে সস্তা,
যখন এটা অনুভব করা যায়।

প্রকৃতি সে তো এক অদ্ভুত মায়া। প্রেমিকার মায়ায় পরার চাইতে প্রকৃতির মায়ায় পরা ভালো। তাহলেই জীবন সুন্দর

প্রকৃতির এই রাতের আকাশ, ফুল এমনকি পাতা ছাড়া শুকনো ডাল ও আমি একা বসে দেখতে ভালোবাসি….😁

প্রকৃতি তুমি সত্যি ভয়ংকর সুন্দর 🥰🥰

মানুষের মাঝে না হারিয়ে……
প্রকৃতিতে হারান
প্রকৃতি আপনার সব কষ্ট ভুলিয়ে
আপনার হৃদয়কে সতেজ করে দিবে। 💖🫰

‘প্রকৃতি’র মতোই সুন্দর হতে চাই আমি,
চেহারায় নয় মনে…..☺️☺️

যদি জীবনের প্রকৃত সুখ পেতে চাও,,😊 তাহলে “প্রকৃতির মাঝে হারিয়ে যাও”
🌿

প্রকৃতি রহস্য পছন্দ করে না,
কিন্তু প্রকৃতি নিজেই একটা,
রহস্যময়ে ঘেরা!🥰

আমি প্রকৃতি ভালোবাসি 💕
কারন প্রকৃতির সৌন্দর্য,
আমার মনকে সুন্দর রাখে 🥰

সবাই তো পড়ে যায় প্রিয় মানুষ এর ময়ায়…!😌
আমি না হয় রোয়ে গেলাম প্রকৃতির মায়ায়…🌳🍃

প্রকৃতি,,সে তো এক সৌন্দর্যের নাম🌺🥀
যেখানে লুকিয়ে থাকে,হাজারো আবেগ, ভালোবাসা.. 😊❤️

প্রকৃতি তোমাকে দেখার ইচ্ছে,
মৃত্যুর আগ পর্যন্ত মিটবে নাহ…!!🥺❤️

মানুষ তার রূপ নিয়ে ব্যস্ত,
আর আমি প্রকৃতিতে মুগ্ধ 🌸

প্রকৃতির মাঝে হারিয়ে গেলে,
নিজেকে খুুজে পাওয়া যায়।
সুন্দর প্রকৃতি কোনো ক্যাপশন হয় না “”
সৃষ্টিকতার এর সুন্দর সৃষ্টি,”””

প্রকৃতির দিকে শুধু অবাক বিস্ময়ে চেয়ে থাকতে আনন্দ! কেনোনা, প্রকৃতি তার বিশেষ এক রুপ নিয়ে ব্যস্ত।❤️😊🥰

দিন শেষে যখন এমন প্রকৃতি দেখি
তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যাই!! 🤍💙
প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়া যায় 🥰😇

প্রকৃতিকে ভালোবাসার জন্য,
কোনো কারণ লাগে না 😌🌺

প্রকৃতি নিয়ে ছোট ক্যাপশন

মানুষের প্রেমে কষ্ট পাবেন কিন্তু প্রকৃতির প্রেমে পড়ে দেখুন শান্তি পাবেন ❤️🥰

মানুষ কে না,ভালোবেসে,
প্রকৃতিকে ভালো বাসো।
দেখবা জীবন সুন্দর 😩🥰

আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ!!!
প্রকৃতি আমাকে খুব করে টানে।
তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি প্রকৃতির টানে।

প্রকৃতি আমাকে হাসায় প্রকৃতি, আমাকে কাঁদায়! প্রকৃতি আমাকে ভাঙ্গে গড়ে,
প্রকৃতি আমাকে নতুন করে বাঁচতে শেখায়।

আমি সৃষ্টিকে ভালবাসি, কারণ তা স্রষ্টার সৃষ্টি!
আমি প্রকৃতির মাঝে হারাই, কারণটা স্রষ্টার দৃষ্টি!

যেদিন থেকে প্রকৃতির সান্নিধ্যে
আসতে শুরু করলাম, সেদিন থেকেই
নিজেকে জানতে শুরু করলাম।

যখন তুমি প্রকৃতির দিকে তাকাও।
তুমি তা অনুভব করতে পারবে.
নীরবতা কতই না সুন্দর। 🤗😌

🌺প্রকৃতি হচ্ছে মায়া,
যার থেকে বের হওয়া সম্ভব নয়।
কারণ প্রকৃতির রূপ দেখলে,
মন শান্তি হয়ে যায়।🌺🥀

🌺প্রকৃতি তুমি ধন্য,,,,
কারন আমি বার বার প্রেমে পড়ি,
শুধু তোমার জন্য,,,🥰🥰❤️❤️

🌺প্রকৃতি তুমি এতটাই সুন্দর যে,মন খারাপ থাকলে,তোমার দিকে তাকালে,মন ভালো হয়ে যায় 🥰🥰

তুমি বলেছিলে না তোমায় ছাড়া আমি শূন্য😅❄️এই দেখনা_গো বিশাল আকাশ, বিশাল নদী..💮
তাদের মাঝে আমি পরিপূর্ণ🤍✨

একাকিত্ব মানুষগুলোই,
প্রকৃতির প্রেমে পড়ে 💖🦋

সৌন্দর্য কে যদি আঁকড়ে ধরে রাখতে চাও,
তাহলে প্রকৃতির কাছে ফিরে যাও🙂🥀

প্রকৃতি নিয়ে ইসলামিক ক্যাপশন

স্রষ্টাকে চেনার আর বুঝার,
একটা মাধ্যম হলো প্রকৃতি🖤🌸

এই বিশাক্ত দুনিয়ায় একটু ভালোভাবে শ্বাস নেওয়ার জায়গা…প্রকৃতি.! ✨❤️

প্রকৃতির পুনরাবৃত্তিগুলিতে,
অসীম নিরাময়ের কিছু রয়েছে,
–রাতের পরে ভোর আসে,
এবং শীতের পরে বসন্ত

আহা আল্লাহর সৃস্টি কত সুন্দর যত দেখি ততই শান্তি লাগে…..!!😩💔👀

প্রকৃতি এমন একটা জিনিস যা আল্লাহ পাক দিয়েছেন। তা দেখলে মন আত্মা সব জুড়িয়ে যায়। এবং অসুস্থ থাকলেও প্রকৃতির বাতাসটা শরীরে লাগলে একটু হলেও ভালো লাগে।

প্রকৃতি আল্লাহ পাকের দান এবং আল্লাহর সৃষ্টি,
আল্লাহ সৃষ্টি সবই সুন্দর।
প্রকৃতির বাতাসটা গায়ে লাগলেও
সব ক্লান্ত দূর হয়ে যায়।

প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশন

প্রকৃতি নিয়ে ক্যাপশন
প্রকৃতি নিয়ে ক্যাপশন

*~: তুমি না হয় ফুল প্রেমী হইও! আমি কাঠগোলাপ নিয়ে অপেক্ষা করবো।।🌸🤍✨

প্রকৃতি তুমি সেই সৌন্দর্য যার মায়ায় আমি বারবার মুগ্ধ হই🥰

প্রকৃতি বিমুগ্ধতায় মুগ্ধ আমি,
বিশাল আকাশের মাঝে খুজি
ভালোবাসার অংশবিন্দু 😊🌸

প্রকৃতি টা অনেক টাই তার মতো.. দেখতেই
সুন্দর ছুঁতে নয়!😅🥺🤍🥀

তুমি কষ্ট পেয়েও না প্রকৃতি ঠিকই তোমার হয়ে প্রতিশোধ নিবে 🍂🍂

প্রকৃতি প্রেমিকেরাই জীবনে সবথেকে বেশি সুখী
কারণ তাদের ভালোবেসে আঘাত পেতে হয় না।
🌸🥀🌸🥀

প্রকৃতি হচ্ছে মায়া যার থেকে
বের হওয়া সম্ভব নয় কারণ প্রকৃতির রূপ
দেখলে মন শান্তি হয়ে যায়

প্রকৃতির মাঝে যে শান্তি পেয়েছি তা আর কথাও পাইনি💚

বৃষ্টি তুমি হারিয়ে যেয়ো না চিরতরে,
তুমি না হয় থেকে যেয়ো প্রকৃতির অন্তরে।

“জীবনে এমন কিছু মূহুর্তের” সম্মুখীন হতে হয় বলার মতো,,মুখে কোনো ভাষা থাকে না ।।ঠিক তখনি মনের কথা গুলোপ্রকৃতির সাথে প্রকাশ করতে ইচ্ছে করে,,, 🥀❤️

নিস্তব্ধ প্রকৃতির সৌন্দর্য সবাই অনুভব করতে পারে না,,,,!!😌🖤

••═✧✿❛ლ︵
“কালো মেঘের আড়াল থেকে,
সূর্য দিল দেখা।
তাকিয়ে দেখো ভোরের আলোয়,
নতুন স্বপ্ন লেখা.!😇❤️‍🩹
••═✧✿❛ლ︵

••═🍀🌷༅༎•
যখন দুজন প্রকৃতিপ্রেমী,
একে অপরের প্রেমে পড়ে।
তারা খুব অল্পতেই সুখী হতে পারে।
••═🍀🌷༅༎•

•—————••✧✿❛ლ︵
সূর্যাস্তের আঁধারে হাতে হাত,
মুখোমুখি বসে দু’জন,
প্রকৃতির এই রূপে,
মন ভরে ওঠে রোমান্সে।
•—————••✧✿❛ლ︵

••═✧✿❛ლ︵
নদীর তীরে বসে,
জলছবির দিকে তাকিয়ে,
কথা বলে দু’জন,
মন ভরে ওঠে ভালোবাসায়।
••═✧✿❛ლ︵

━🍀🌷💠
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে,
মেঘের সাথে লুকোচুরি খেলে,
রোমাঞ্চে মুখর দু’জন,
ভালোবাসা আরও গভীর হয়।
━🍀🌷💠

••═🍀🌷༅༎•
বনানীর ঘন সবুজে ঘেরা,
হাতে হাত ধরে,
হেঁটে যায় দু’টি মন,
প্রকৃতির এই মনোরম পরিবেশে,
ভালোবাসা পায় নতুন মাত্রা।
••═🍀🌷༅༎•

•—————••✧✿❛ლ︵
ঝর্ণার জলের শব্দে মুখর,পাখির গানে ভরে ওঠে আকাশ,প্রকৃতির এই সুরে,
ভালোবাসা হয় আরও মধুর।
•—————••✧✿❛ლ︵

••═✧✿❛ლ︵💠💠💠💖
তারার আলোয় ঝলমলে রাত,
চাঁদের আলোয় ধোয়া পৃথিবী,
প্রকৃতির এই রহস্যময় পরিবেশে,
ভালোবাসা পায় নতুন রূপ।
••═✧✿❛ლ︵💠💠💠💖

❀❀❀✺━🍀🌷💠
ভোরের কুয়াশায় ঢাকা মাঠ,সূর্যের আলোয় জ্বলজ্বলে ফুল,প্রকৃতির এই নতুন সূচনায়,
ভালোবাসাও পায় নতুন আশা।
❀❀❀✺━🍀🌷💠

••═🍀🌷༅༎•
বৃষ্টির ঝাপটায় ভেজা,ছাতা তলে দাঁড়িয়ে দু’জন,প্রকৃতির এই রোমাঞ্চে,ভালোবাসা হয় আরও দৃঢ়।
••═🍀🌷༅༎•

•—————••✧✿❛ლ
ঠান্ডা শীতের রাতে,আগুনের সামনে বসে দু’জন,
প্রকৃতির এই উষ্ণতায়,
ভালোবাসা হয় আরও ঘনিষ্ঠ।
•—————••✧✿❛ლ

সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশন

সবুজ শ্যামল এই প্রকৃতি হচ্ছে,
সৃষ্টিকর্তার সবথেকে সৌন্দর্যতম মহিমা।

সবুজ শ্যামল এই বনে,
এক ঝাঁক পাখিগুলো উড়ে যায়।
তাদের মনের আনন্দের,
খোরাক মেটানোর জন্য।

কত সুন্দর এই সবুজ শ্যামল প্রকৃতি,
মূলত এই প্রকৃতির অস্তিত্বের কারণেই,
এই পৃথিবী এত ঝলমলে সুন্দর।

সবাই মুগ্ধ হয় তার প্রিয় মানুষকে দেখে,
কিংবা তার প্রেমিকাকে দেখে।
আর আমি মুগ্ধ,
এই সবুজে ঘেরা প্রকৃতি দেখে।
বার বার হারিয়ে যেতে চাই এই পাগল করা সবুজ প্রকৃতির সাথে।

সব কিছু ভুলে থাকার জন্য,
মানুষ নেশা করে,
কত এলকোহল ড্রিংক’স দিয়ে।
আর আমি নেশা করি আমার,
মাতৃভূমির এই সবুজ প্রকৃতি দিয়ে।

উপরে মেঘলা আকাশ,
নিচে সবুজ প্রকৃতি।
এ যেন এক বিধাতার সবচেয়ে সুন্দর সৃষ্টি।

কতো সুন্দর করে গড়ে দিয়েছেন,
আমার সৃষ্টিকর্তা এই সবুজ প্রকৃতি।
প্রকৃতির এই সুন্দর অস্তিত্বের কারনে,
পৃথিবী এত সুন্দর।

পৃথিবীর সব রং তুলি দিয়ে,
আমার মাতৃভূমির এই সবুজ প্রকৃতির,
সৌন্দর্য তুলে ধরতে পারবে না।
এতোই সুন্দর করে আমার বিধাতা,
এই সবুজ প্রকৃতি তৈরি করেছেন।

আমি যেখানে বারে বারে হারিয়ে যাই,
ইচ্ছে করে যেখানে মিশে যাই।
এই সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে থেকে,
আমি মনের শান্তি খোজে পাই।

মানুষ সবুজের সান্নিধ্য পছন্দ করে।
কারন নিশ্চয় সবুজ প্রকৃতি,
মানুষের মনের প্রশান্তি জোগায়।
মানুষের মনকে,
এই সবুজ প্রকৃতি শান্ত করে দেয়।

নিস্তব্ধ প্রকৃতির কথা তুমি শুনতে পাবে যদি তা মন থেকে অনুভব করতে পারো 💙💫

জীবনে হাজারো অশান্তির মাঝে
প্রকৃতি দেয় আমায় স্বস্তি,শান্তি 🖤🖤

প্রকৃতির কোলাহলে হারিয়ে যাক আমাদের সব দুঃখ।🥰🥰

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে
খুঁজে পাওয়া যায়!🌸💚

_ফুলেরা আছে বলেই’ প্রকৃতি’ এতো সুন্দর!🌸🫰

❥❥❥প্রকৃতির সুন্দর দৃশ্য আছে
বলেই হয়তো জীবনটা এত সুন্দর…☺️🥰

পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো প্রকৃতি!😍😌

প্রকৃতির মাঝে আমি খুজে পাই প্রশান্তি 💕🥰
তাই তো এই প্রকৃতিকে বড়ই ভালোবাসি❤️

প্রকৃতি হলো সরলতায় পূর্ন এক যৌগিক আশ্রয়…🌷💥🤍

বিকেলের প্রকৃতি নিয়ে ক্যাপশন

──”♡🦋♡”──
আপনি যতই বিষন্ন হোন,
বিকালের অস্তায়মান সূর্য,
আপনাকে বিষন্ন করবেই।
🦋🦋🦋

━━❖❖❤️❖❖━━━
সূর্যাস্তের আঁধারে ডুবে যাওয়া পৃথিবী,
আকাশে রঙের খেলা,
প্রকৃতির এই রহস্যময় রূপে,
মন ভরে ওঠে বিস্ময়ে।
━━❖❖❤️❖❖━━━

🌸•••༐༐প্রিয়༐༐•••🌸
বিকেলের নীরবতা,
শুধু পাখির ডাক,
মনে হয় যেন,
প্রকৃতি নিজের সাথে কথা বলছে।
❖❖❤️❖❖

✿❛ლ︵❝།།😘🤝💝ლ❛✿
সারাদিনে কর্মব্যস্ততা শেষে,
বিকেলে পাখিরা ঘরে ফিরে।
তেমনি মানুষও ফিরে আসে নিজের ঘরে।
✿❛ლ︵❝།།😘🤝💝ლ❛✿

❖❖❖❖❖❖
ঝরা পাতায় ঢাকা মাটি,
সূর্যের আলোয় ঝলমলে করে পাতা,
বিকেলের এই মৃদু আলোয় মনে হয়
যেন প্রকৃতি নিজেকে নতুন করে সাজিয়ে নিচ্ছে।
❖❖❖❖❖❖

💠💠💠💖
কোন এক বিকেলে,
সূর্য তোমার সাথে,
জ্বলন্ত আকাশের নিচে,
অনেক কথা বলা হয়েছিল,
সেই সব কথা পড়ে আছে,
শুধু তুমি নেই।
💠💠💠💖

😘🤝💝🌞🌞
নদীর তীরে বসে,
বিকেলের শীতল হাওয়ায় মন উদাসীন,
মনে হয় যেন প্রকৃতি,
আমাদের ক্লান্তি ধুয়ে ফেলছে।
😘🤝💝🌞🌞

⭐•••༐༐✨•••༐༐
বিকেলের আকাশে ভেসে বেড়ানো মেঘ ☁️
তারার আলো ফুটে ওঠা,
প্রকৃতির এই রূপে মনে হয় যেন
জীবনের নতুন অধ্যায়ের সূচনা।
⭐•••༐༐✨•••༐༐

বিকেলের আলোয় ধানক্ষেত,
সোনালী রঙে ঝলমলে করে,
মনে হয় যেন প্রকৃতি,
তার সম্পদের অফুরন্ত রূপ দেখাচ্ছে।

─༅༎•🍀🌷
বিকেলের আকাশে উড়ে বেড়ানো পাখি,
তাদের গানে মুখরিত গ্রাম,
প্রকৃতির এই সরল সৌন্দর্যে,
আমি পাগল হয়ে যাই।
─༅༎•🍀🌷

গ্রামের প্রকৃতি নিয়ে ক্যাপশন

আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।

গ্রামের নিরবতায়,
প্রকৃতির শান্তি পাওয়া যায়,
যা মনকে শান্ত করে।

গ্রামের প্রকৃতির অবাধ সৌন্দর্য,
যেন স্বপ্নের মতো,
এটি সৃষ্টির একটি অদ্ভুত অঙ্কন।

শহরের কাজের চাপ কাটাতে,
গ্রামে প্রকৃতির মাঝে,
একদিন সময় কাটানোই যথেষ্ট।

সকালে সোনার রবি পুব দিকে উঠে,
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফুটে।
গ্রামের মানুষজন পাখির,
কলকাকলিতে সকালে ঘুম থেকে জাগে,
মন ভরে যায় এক অনাবিল আনন্দে।

গ্রামের অর্থনীতি বেশিরভাগই,
কৃষি ব্যবসায়ের উপর নির্ভরশীল,
যা ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

আজ শহুরে মানুষেরা গ্রাম-পাগল,
গ্রামে জীবনের সত্যিকারের স্বাদ পাওয়া যায়।

গ্রাম হল আমার স্বপ্নের জায়গা,
আমি সেখানে সুখ এবং,
শান্তি দুটোই খুঁজে পাই।

গ্রামের পাথরের গলিতে,
বাচ্চারা খুব হাস্যরসে খেলে,
দেখেও মনে আসে শান্তি।

গ্রাম হল আমার মায়ের মতো,
সে আমাদের লালনপালন করেছে,
স্নেহ দিয়েছে আর দিয়েছে জীবনকে,
এগিয়ে নিয়ে যাবার শিক্ষা।

সবুজ প্রকৃতি নিয়ে কবিতা

আয়েশী জীবন ছেড়ে,
মাঝে মাঝে প্রাকৃতিক সৌন্দর্যে
গা ভাসিয়ে দেয়া উচিত।
তা না হলে মানুষ এবং,
প্রকৃতির বন্ধন দৃঢ় হবে কিভাবে?

যদি আপনি সত্যিই প্রকৃতিকে ভালবাসেন।‌
তাহলে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র,
বিষয়গুলোতে আপনিপ্রাকৃতিক,
সৌন্দর্যকে খুঁজে পাবেন।

প্রকৃতি বরাবরই তার,
সৌন্দর্যকে দুহাতে বিলিয়ে দিয়েছে।
আর মানুষের প্রাকৃতিক,
সৌন্দর্যকে গলা টিপে হত্যা করেছে।

প্রাকৃতিক সৌন্দর্যের সন্তুষ্ট হওয়া,
মানুষটা আসলেই সুখী হয়।
কারণ এই ধরনের মানুষেরা,
পার্থিব কোনো কিছুর প্রতি,
অতটা আগ্রহ রাখে না।

প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে,
মানুষকে যেভাবে রঙিন করে তুলেছিল।
মানুষ সেই সৌন্দর্যকে নগরায়নের মাধ্যমে,
ধ্বংস করে দিয়েছে।

আমি বরাবরই প্রাকৃতিক,
সৌন্দর্যে বিভোর হয়ে থাকি।
ভোরের স্নিগ্ধ বাতাসে আর সবুজের সমারোহে,
আমার হৃদয় ভর্তি করে নিয়েছি।

আপনি যদি কোন বড় উদ্যানে ঘুরতে যান,
সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য।
আর আপনার ছোট্ট বাগানের প্রাকৃতিক,
সৌন্দর্য দুটোই তুলনাহীন।

আপনি যদি আজ,
ছোট্ট একটি গাছ লাগিয়ে থাকেন।
তাহলে ধরে নিন,
বিশ্বব্রহ্মাণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যে,
আপনারও অবদান থাকলো।

আমরা হয়তো অনেকেই জানিনা,
পৃথিবীর বেশিরভাগ মানুষই,
একটা সুন্দর স্বচ্ছ বাগানবাড়ির স্বপ্ন দেখে।
যেখানে শুধুমাত্র সে একাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে।

যে প্রকৃতি আপনারও,
সে প্রকৃতি ঘাসফড়িংয়ের,
এবংচঞ্চলা হরিণের ও। তাহলে কি আমরা প্রাণী জগতের বাসিন্দা হিসেবে,
প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে পারি না???

পাহাড় প্রকৃতি নিয়ে ক্যাপশন

পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে,
পৃথিবীটা অনেক সুন্দর মনে হয়। 🌄

পাহাড়ে গেলে মনে হয়,
প্রকৃতি তার মনের সব কথা বলছে।

পাহাড়ের রাস্তাগুলো যেন,
জীবনের পথের মতো,
কখনো সোজা, কখনো বাঁকা।

যে পাহাড়ে ওঠে,
সেই জানে আসল বিজয়ের আনন্দ। 🏔️

প্রকৃতির সবচেয়ে কাছাকাছি
যেতে চাইলে পাহাড়ে যাও।

পাহাড়ের উচ্চতা মাপা যায়,
কিন্তু তার সৌন্দর্য মাপা যায় না।

জীবনের প্রতিটি মূহুর্ত,
পাহাড়ের চূড়ার মতো,
একটু একটু করে জয় করতে হয়।

পাহাড়ের পথে হাঁটলে,
নিজেকে নতুন করে উপলব্ধি করতে পারি।

যে পাহাড়ের উপর উঠতে জানে না,
সে জীবনের চূড়াও
স্পর্শ করতে পারে না।

পাহাড়ে ভ্রমন করলে,
সকল সমস্যার সমাধান পাওয়া যায়।

পাহাড়ে ওঠার সময় মনে হয়,
জীবনটা যেন নতুন করে শুরু হচ্ছে।

পাহাড়ের প্রতিটি ধাপ,
জীবনের প্রতিটি সংগ্রামের মতো।

পাহাড়ের চূড়ায় পৌঁছালে মনে হয়,
পৃথিবীটা কত ছোট!

পাহাড়ের প্রতিটি পাথর,
জীবনের প্রতিটি কঠিন মুহূর্তের প্রতীক।

পাহাড়ের রাস্তায় হাঁটলে মনে হয়,
জীবনের সব কষ্টই মুছে যাচ্ছে।

পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে,
নিজেকে অনেক হালকা মনে হয়।

রাতের প্রকৃতি নিয়ে ক্যাপশন

❀❀❀✺━
রাতের প্রকৃতির মাঝে
ভয়ংকরতম সুন্দর লুকিয়ে থাকে,
ভয়কে জয় করতে পারলে,
প্রকৃতি তার রূপের ডালি নিয়ে হাজির হয়।
❀❀❀✺━

••═🍀🌷༅༎•
কোন এক পূর্ণিমায়,
সফেত সাদা জোছনায়,
দেখা হয়েছিল তোমার আমার,
জীবনের আঙ্গিনায়।
••═🍀🌷༅༎•

•—————••✧✿❛ლ
রাতের আকাশে নিহেরিকার রাজ্যে,
তোমায় খুঁজে ফিরি,
যেখানেই যাও প্রিয়! জেনে রেখো,
আমারই আছো তুমি।
•—————••✧✿❛ლ

••═✧✿❛ლ
নিস্তব্ধ রাত, আকাশ ভরা তারা।
কোন মায়ায় মিশে আছি আমি,
মন আমার দিশেহারা।
••═✧✿❛ლ

🍀🌷💠
নিঝুম রাত্রি পানে,
চেয়ে থাকি আনমনে।
আবার ফিরে দেখি তুমি,
খুশির আলো দিবে দেখা আমার প্রাঙ্গণে।
🍀🌷💠

••═🍀🌷༅༎•
চাঁদের আলোয় সেজেছে পৃথিবী
, তারা জ্বলে উঠেছে আকাশে,
রাতের এই মৃদু আলোয় মন ভরে ওঠে রহস্যে।
••═🍀🌷༅༎•

•—————••✧✿❛ლ
পোকামাকড়ের সুর,
ঝিঁঝিঁ পোকার গান,
রাতের এই নিঃশব্দতায় মন পায় প্রশান্তি।
•—————••✧✿❛ლ

••═✧✿❛ლ︵💠💠💠💖
মৃদু হাওয়ায় দোলে মেঘেরা,
তারার আলোয় ঝলমলে,
রাতের এই রহস্যময় দৃশ্য মুগ্ধ করে মন।
••═✧✿❛ლ︵💠💠💠💖

❀❀❀✺━🍀🌷💠
নদীর সাঁকোয় বসে,
শীতল হাওয়ায় মুখ ধুয়ে,
মনে হয় যেন প্রকৃতি ধুয়ে ফেলছে ক্লান্তি।
❀❀❀✺━🍀🌷💠

••═🍀🌷༅༎•
রাতের আকাশে জীবনের সব রঙের ঝিলিক,
আনন্দ, দুঃখ, রাগ, ভালোবাসা।
প্রকৃতির এই রহস্যময় ক্যানভাসে,
লুকিয়ে আছে জীবনের সারকথা।
••═🍀🌷༅༎•

পাহাড় প্রকৃতি নিয়ে কবিতা

হে পাহাড়, বলব আমি তোমার রুপের,
কেনো এত বাহার,
তোমার কাছে নত এই পৃথিবী,
এই সমূদ্র, এই নীল আকাশ।

রাগ করনা পাহাড়,
তোমায় যখন আমি বকাবকি করি,
তুমি আমার মনের একমাত্র দেবতা,
যাকে অনুভব করতে পারি।

গাছে যদি না ফুটে ফুল,
ফুল বিহিন কে দেখে গাছের আবায়,
শুধু দেখি, তোমার ছিপছিপে দেহে,
পাহাড় ছুয়ে রাখে মেঘের শাড়ি।

এই প্রকৃতি বলছে আমায়,
বন্ধু কি হবি তুই,
দখিন দুয়ার খোলা আছে,
আমার সাথে পাহাড়ে যাবি তুই।

নদী সাগর পাহাড় আকাশ,
ডাকছে কাছে আমায়,
স্বপ্ন আছে জাগরনে,
এই প্রকৃতির ছায়ায়।

শেষ কথা

বন্ধুরা আশা করি প্রকৃতি নিয়ে ক্যাপশন আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত পেশ করে যাবেন।আর হ্যাঁ স্ট্যাটাস ক্যাপশন, কবিতা পিকচার,ছন্দ রিলেটেড যাবতীয় আর্টিকেল পেতে আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন। এতক্ষণ ধরে আমাদের ওয়েবসাইটে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম!

অন্য পোস্ট পড়ুন:

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

ফুল নিয়ে ক্যাপশন

কাশফুল নিয়ে ক্যাপশন

facebook attitude bio

ফেসবুক স্টোরি স্ট্যাটাস

Leave a Comment