২০০+ আফসোস নিয়ে উক্তি, ক্যাপশন ও স্ট্যাটাস ২০২৬

আফসোস নিয়ে উক্তি, স্ট্যাটাস বাংলা আর্টিকেলে আপনাকে স্বাগত। জীবনে চলার পথে আমরা অজান্তেই কতোই না ভুল করে ফেলি। অনেক সময় সঠিক সিদ্ধান্ত না নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। । যে সিদ্ধান্ত পরে হাজারবার চাইলে সঠিকভাবে করা সম্ভব হয় না।

আবার কিছু না-বলা কথা অথবা সময়ের সাথে হারিয়ে যাওয়া সুযোগ গুলোই পরে আফসোস বা অনুশোচনা হয়ে দাঁড়ায়।এই আফসোস কখনো কখনো ভিতরে খুব কষ্ট দেয় যা সহ্য করাও যায় না আবার কাউকে বলাও যায় না।

আজকের এই আর্টিকেলে আমরা এমন কিছু চমৎকার ও রেডিমেড আফসোস নিয়ে ক্যাপশন নিয়ে হাজির হয়েছি যা আপনার ভালো লাগবেই। যা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে হলেও নিজেকে সান্তনা দিতে পারবেন। তো চলুন দেরি কেন এখনই দেখে নেওয়া যাক।

আফসোস নিয়ে উক্তি

তাকে না পাওয়ার আফসোস লইয়া
সারাটা জীবন পারি দিতে হইবো..:)❤️‍🩹🎇

একদিন বড্ড আফসোস নিয়ে বলবা, একটা পাগল ছিল, যে আমাকে একটু দেখার জন্য ছটফট করতো💔😅

সারাটা জীবন এই আফসোস নিয়ে কাটাতে হবে,যে ১৭ বছর বয়স থেকে আমার সব শখই মাটি হয়ে গেছে..!😅💔💫

কোনো একটা জিনিস হারাইলে মানুষকে বলা যায়, সেটা নিয়ে আফসোস করা যায় কিন্তু নিজেরে হারাইলে সেইটা আর কাউকে বলা যায়না। মানুষের কাছে আফসোস ও করা যায়না। শুধুই নিজেই নিজেকে বলতে পারি ‘কি বিচ্ছিরি ভাবে নিজেকে নিজে হারাইয়া ফেললাম!’😅💫💔

অবশেষে কিছুই থাকে না
থেকে যাই শুধু
আফসোস আর দুঃখ..!😅💔💫

একজনের শূন্যতা অন্যজন দিয়ে কখনো পূরণ করা যায় না..! যদি তাই হতো তাহলে পৃথিবীতে আফসোস বলে কোনো শব্দই থাকতো না..!😅💫💔

কপাল
যেহেতু খারাপ মন খারাপ করে লাভ কি
কষ্ট যখন আপন সঙ্গী আফসোস
করাটা বোকামি🫶🥴

সারা জীবন এই আফসোস নিয়ে কাটিয়ে দিতে হবে, তুমি ইচ্ছে করেই আমার হলে নাহ!😅💫

একদিন অনেক বড় আফসোস নিয়ে বলবা,,,
পাগলী’টা একটু কথা বলার জন্য কতোই না পাগলামি করতো,,,💞🫶😅💫

কোনো একদিন এক সাগর পরিমাণ আফসোস নিয়ে বলবে ওর মতো যত্ন করে আমাকে কেউ ভালোবাসেনি.!!😅💔

মুখের ভাষা যখন অসহায়, চোখের ভাষায় তখন পানি গড়ায় খুব.!তখন পরিস্থিতি শিকার হয়ে আফসোস করতে থাকি 😅🌿

আফসোস নিয়ে ক্যাপশন

থাক না কিছু অপূর্ণতা সব কিছু পেয়ে গেলে আফসোস করবো কি নিয়ে 😊❤️‍🩹

জীবনের মানে সেদিন বুঝবেন,আর আফসোস করবেন যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে.!!💞💔

আরে আফসোস এর কি আছে ভাই মন দিয়া ভালোবাসলে চোখ দিয়া পানি ঝরবেই☺️💖

লেখার ভাষা যখন অসহায়
আফসোসের কারণে চোখের ভাষার তখন পানি গড়ায়💔😔

থাক না কিছু অপূর্ণতা
সবকিছু পেয়ে গেলে
আফসোস করবো কী নিয়ে!🥴🧡

জিবনে যত চাহিদা কম থাকবে,
জিবন ততো
আফসোস বিহীন হবে😌🫶🏻

তাকে পেলে আমার জীবনে আর কোনো আফসোস ঐ থাকতো না
কিন্তু সে আমার হয়নি🧡🥴

জীবনে থাক না কিছু অপূর্ণতা সবকিছু পূর্ণতা পেয়ে গেলে আফসোসটা করব কি দিয়ে😊🎋

নিজের দিকে তাকালে আফসোস লাগে আমি তো এরকম ছিলাম না কেমন জানি দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছি।💟🥴😭

পুরুষ মানুষ… পাওয়ার আগে চেষ্টা করে, পাওয়ার পরে”.. অবহেলা করে.! আর হারানোর পরে আফসোস”… করে—

একদম ঠিক কথা বলেছেন পুরুষ মানুষ যে জিনিসটা খুব সহজে পেয়ে যায় সে জিনিসটার কদর করতে জানেনা যখন চলে যায় তখন শত আফসোসের পরও সে জিনিসটা ফিরিয়ে আনা যায় না😅💔

আফসোস নিয়ে স্ট্যাটাস

আজ না হোক ৬ মাস পরে কিংবা ১ বছর পরে হলেও আপনি আমার জন্য
আফসোস করবেন..)💛❤️‍🔥

আফসোস করতে হবে না 🙂
ভালো থাকার জন্য চলে গেছো
দোয়া করি আল্লাহ যেন ভালো রাখুক তোমায় ☺️💙

যোগাযোগ নেই অভিযোগ ও নেই তবুও ভালো থাকুক তারা ভালো থাকার জন্য ছেড়ে গেছে যারা…!!আফসোস করব মায়া করবো না সুখে থাকুক তারা 😅🙂

এটা আমার বিশ্বাস আছে
কোন একদিন
আফসোস করবে আমার জন্য 🥺😩

আফসোস তো তখনই হয়!
আমি যাদেরকে বেশি গুরুত্ব দেই তাদের কাছেই আমার নিজের কোনো মূল্য থাকে না ..!💞❤️‍🩹

জীবনে…
একটা আফসোস থাকবে…!
_কোনো একটা মানুষকে খুব করে চাওয়ার…
পরও, তাকে পাওয়া হলো না.!!🫣🧡

আমি কেনো আফসোস করবো যে আমি কাউকে পাই নাই,,
আফসোস তো সে করবে যে আমাকে পায় নাই,, …❤️‍🩹💔

আমার একটা আফসোস কি জানো? এতো দিনেও তুমি আমাকে বুঝতে পারো নি.!🥰😍

কিছু ব্যাথা শব্দহীনভাবে ভেতরটা তছনছ করে দেয় .!সবশেষে আমিও পাইলাম একটা আফসোসের জীবন💞❤️‍🩹💔

সারাটা জীবন এই আফসোস নিয়ে কাটিয়ে,, ,, দিতে হবে যে,, তুমি পরিবারের কারণে,, আমার হইলা না..!!💔🫣

আফসোস নিয়ে ইসলামিক উক্তি

আল্লাহ’ যা নিয়ে গেছেন, তার জন্য আফসোস করবেন না, বরং; অপেক্ষা করুন, মহান ‘আল্লাহ’ নিশ্চয়ই উত্তম কিছু দান করবেন।
-ইনশা’আল্লাহ।🥰💥💫

জীবনে কিছু না পেলে আফসোস করবেন না কারণ আপনি একটা ফুল চেয়েছেন আর
সে ফুলে কাঁটা ছিলো তাইআল্লাহ
আপনাকে দেয় নাই। আপনার
জন্য হয়তো আল্লাহ একটা
বাগান তৈরী করে রেখেছেন
নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী
এবং উত্তম অবিভাবক।
আলহামদুলিল্লাহ..💞❤️‍🩹

আমি অন্যের টা দেখে কোনোদিন আফসোস করিনি, কারণ আমি জানি আমার চাওয়া পাওয়ার থেকে আল্লাহর পরিকল্পনা উত্তম….!!!❤️‍🔥💞

অতীত নিয়ে আমার আর কোনো আফসোস নেই”
“আমি আমার ভাগ্যকে শ্রদ্ধা করি এবং আল্লাহকে বিশ্বাস করি”আমি বিশ্বাস করি আমার
ভবিষ্যৎ অতীতের চেয়ে সুন্দর হবে”
“ইনশাআল্লাহ…!!! :)❤️‍🩹💞

যা হারিয়েছো তার জন্য
আ’ফসোস করোনা, কারন ওটা তোমার ছিল না।
যদি তোমারই হতো, তবে তোমার কাছ থেকে তা হারানোর সাধ্যই ছিলোনা, মনে রেখো;
আল্লাহ যার মঙ্গল চান, তাকে ক’ষ্ট দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন।♥️🙂💫

অন্যেরটা দেখে আফসোস করিনা<<
কারণ আমি জানি” আমার চাওয়া পাওয়া থেকে আল্লাহর পরিকল্পনা উত্তম:)🥰💥💫

যে জিনিসটা না পাওয়ায় পরে এক সময় খুব আফসোস করেছিএকটা সময়ের পর গিয়ে দেখবেন সে জিনিসটা না পাওয়াতে আপনার জীবনে কল্যাণই হয়েছে।আর সে সময় হয়তো আপনি বলবেন, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন।আলহামদুলিল্লাহ!♡🥰💔

অতীত নিয়ে আমার কোনো আফসোস নেই, আগেও ছিল না এখনও নেই। আমি আমার ভাগ্য’কে শ্রদ্ধা করি! কারণ এই ভাগ্য আল্লাহ থেকে নির্ধারিত। এবংআল্লাহ্’কে
বিশ্বাস করি, নিঃসন্দেহে আমার ভবিষ্যত
অতীতের চেয়েও সুন্দর হবে! 🥰💫🌿

আফসোস নিয়ে হাদিস

রাসুল (সাঃ) বলেন, যৌবনে কোনো ব্যক্তি বিয়ে করলে শয়তান চিৎকার দিয়ে বলে, হায় আফসোস! সে তার দ্বীনকে আমার হাত থেকে বাঁচিয়েছে। রাসুল আরো বলেন → যারা হাদীস শ্রবণ করে এবং তা প্রচার করে…
আল্লাহ তাদের মুখ উজ্জ্বল করেন। আলহামদুলিল্লাহ ভরসায় ছেড়ে দিন!♥️🌿💫

(সাঃ) বলেছেন:
মুমিনের জীবনে যত বিপদ আসে, কখনোই রাসূলআফসোস করবেন না প্রতিটি বিপদের বিনিময়ে আল্লাহ তায়ালা তার গুনা মাফ করে দেন, এমন কী কাঁটা ফুটলেও!🥺💔💫

আল্লাহ তো নিজেই বলেছেন, ধৈর্য ধারণ করো তোমরা আফসোস করিও না ভবিষ্যৎ, তোমার অতীতের চেয়েও সুন্দর হবে!💔🧡

হাদিসে স্পষ্ট এসেছে
মেয়ে কে তার
ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হারাম হারাম আফসোস করা যাবে না 💔💞

হাদিসে আছে কষ্ট যদি নেয়ামত’ই না হতো, তবে কষ্ট কেন ‘আল্লাহকে’ স্বরণ করায়? আফসোস করিও না নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।
আলহামদুলিল্লাহ 🫣🧡

হাদিসে আছে কোনো কিছু চাওয়ার পর না
পেলে কখনো আফসোস করবেন না, হতাশ হবেন না। কেনো পেলেন না এ নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করবেন না। আপনার রব জানেন আপনার জন্য কোনটি উত্তম। নিশ্চয়ই আপনার রব সবচেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী।😍👎

হাদিসে আছে রাসুলুল্লাহ (সা:) বলেছেন”_ মমিন ব কোনদিনও আফসোস করবে না বান্দা যখন সালাতে দাঁড়ায় তার সমস্ত গুনাহ এনে তার কাঁধের উপর রেখে দেওয়া হয়, যখন সে রুকু বা সিজদা করে তার থেকে গুনাহ সমূহ ঝরে যায়..!!
সুবহানআল্লাহ🥰❤️‍🔥

হাদিসে আছে মানুষ এক হাজার গুণ ভুলে যায় একটা দোষ পেলে! আফসোস করতে না করেছেন আর মহান আল্লাহ… এক হাজার গুনাহ ক্ষমা করে দেন একটা ভালো আমলের বিনিময়ে…!!
সুবহানআল্লাহ💔

হাদিসে রাসূল (সাঃ) বলেছেন,
আল্লাহ ঐ ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন, যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে..!!🤭😍

আফসোস নিয়ে কোরআনের আয়াত

সেদিন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে,তোমাদের কেন জাহান্নামে আসতে হলো,
তাঁরা আফসোস করে বলবে বলবে🧡
وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ
আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম

يَتَحَسَّرُ خلُ الْجَنَّةِ عَلَى شَيْءٍ إِلَّا عَلَى سَاعَةٍ مَرَّتْ بِهِمْ لَمْ يَذْكُرُوا اللَّهَ عَزَّ وَجَلَّ فِيهَا.

واه الطبراني في الكبير والبيهقي في شعب الإيمان وهو حديث حسن، الجامع الصغير : ٤٦٨/٢

হযরত মুআয ইবনে জাবাল (রাযিঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লা লাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, জান্নাতীদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোন জিনিসের জন্য আফসোস হইবে না। শুধু এ সময়ের জন্য আফসোস হইবে যাহা দুনিয়াতে আল্লাহ তায়ালার যিকির ব্যতীত অতিবাহিত হইয়াছে। 🥰🫣

يُلَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَ أَطَعْنَا الرَّسُولَا
যেদিন তাদের চেহারা আগুনে ওলট পালট করা হবে তখন তারা আফসোস করে বলবে “হায়! যদি আমরা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করতাম।”🎋🧡

قَالُوا

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَجِعُونَ
আফসোস করে যারা , তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে,
নিশ্চয় আমরা আল্লাহর জন্য কামনা কামনা করি

يَقُوْلُ يُلَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِيلًا
আফসোস করবে আর সেদিন যালিম নিজের হাত দু’টো কামড়িয়ে বলবে, ‘হায়, আমি যদি রাসূলের সাথে কোন পথ অবলম্বন করতাম🧡🎋

আফসোস! বাজারে কাউকে ডাকা হয়না তবুও।বাজার থাকে ভরপুর রোজ মসজিদ থেকে দৈনিক পাঁচ বার ডাকা হয় কিন্তু মসজিদ থাকে খালি পরে কেউ নেয় না খোঁজ,,😅🥺

আফসোস নিয়ে বড় ক্যাপশন

আফসোসের ভেতরে অসুখ বাড়লে বাড়ুক হাসি তবু থাকুক মুখে, বাহিরটা যে অক্ষত আছে সেটাই না হয় জানুক লোকে।এমনি করেই যাকনা কেটে সকাল সন্ধ্যা রাত, ভালো থাকুক অন্য সবাই আমার ভেজা রাত!😅🥺💫

এমন এক আফসোস থাকবে আজীবন-
যার জন্য বুক ভরে ভালোবাসা জমা করেছিলাম, যার জন্য হৃদয় পুড়েছিল, স্বপ্ন দেখেছিল, সেই মানুষটিকে আমি শুধু দূর থেকে দেখেছি, অনুভব করেছি, কিন্তু নিজের বলেও নিজের করতে পারিনি।হয়তো এটাই নিয়তি, হয়তো এটাই ভালোবাসার আরেক নাম-চিরকাল
তৃষ্ণার্ত থেকে যাওয়া..!!!!!🥺💔😅

আফসোস করে বলি আমার জীবনটা রহস্যময় এক বইয়ের মতো?যে দেখেছিলো সে খুলেনি, যে খুলেছিলো সে পড়েনি, যে পড়েছিলো সে বুঝেনি, আর, যে বুঝেছিলো সে মিলিয়ে নেন ,,!😅🥺💫

আফসোস করি,,, ইচ্ছা ছিল রাজা হবো তোমাকে নিয়ে সাম্রাজ্য বানাবো, আজ দেখি রাজ্য
আছে রাজা আছে ইচ্ছে আছে,
শুধু তুমি অন্য ঘরে।🥺💫🙂

আফসোস তোমাকে নিয়ে একটা কবিতা লিখতে চাইলাম হঠাৎ মনে পড়ে গেলো, কবিতার মানুষ টার সাথে তুমি নামক মানুষটার তো কোন মিল নেই..!তোমার কাছে বোকা হতে হতে কখন যে নিজের কাছেই বোকা হয়ে যায় বুঝতেই
পারি’না..!বেহায়া মন আমার তবুও
তোমাকে সেই কবিতার নায়কা
ভেবে তোমার ছবি’ই আঁকে..!
কি অদ্ভুত তাই না..!🥺💫🙂

আফসোস করি আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতর থাকি, যত্ন করে খুব খেয়ালে রোজ ‘আমি’টাকে আমার ভেতর রাখি।
আমি ভীষণ স্মৃতির খেরোখাতা মলাটজুড়ে হাজার আঁকিবুঁকি, আমি ভীষণ একলা থাকা মানুষ ‘আমি’টাকে আমার ভেতর রুখি।💔😅🥺

আফসোস তোমার দুচোখে নেশা আছে বেশ কন্ঠে আছে যাদু, আছে বচন কথাতে প্রণয় পিরিতে মিষ্টি মাখা মধু।,,,,দেখি যতোবার দুচোখ দিয়ে তোমায় হারিয়ে ফেলি আমায়, মনের আবেশে বিলাসী আয়েশে মন শুধু চায় সেই তোমাকেই।রুপে যেন তোমার ভরা জোছনা মুখে হাসির ছোয়াটা, যেন ভালোলাগা এক গল্প কাহিনির কল্পনার নায়িকা।😅💔🥺

কোনো একদিন তোমাকেও আফসোস করতে হবে, আমার জন্য খারাপ লাগবে; সেদিন হয়তো তোমার জীবনে আমি থাকবো না, তুমি আফসোস করে বলবে আমার লাইফে থাকা মানুষটা সব থেকে পারফেক্ট ছিলো। দুঃখের বিষয় কি জানো, তুমি সেই আফসোস নিয়ে বাঁচতে থাকবে। আমার ও সপ্ন ছিলো তোমার সাথে আকাশ দেখার, তোমার সাথে সারাটা জীবন কাটানোর কিন্তু সেটা হলো না।💔😅

আফসোস নিয়ে কষ্টের স্ট্যাটাস

একজনের শূন্যতা অন্যজনকে দিয়ে কখনো পূরণ করা যায়না যদি তাই হতো তাহলে পৃথিবীতে আফসোস বলে কোন শব্দই থাকতো না….”😅💔

আফসোস আর অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যিই অসম্ভব.!😅💔

মানুষকে এতোটা কষ্ট দিও না,, যে খোদার ঘরে গিয়ে উফ শব্দ লম্বা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে,,,আফসোস করে খোদারকাছে বিচার প্রার্থনা করে,,,খোদার আরশটাও কেঁপে উঠবে..!😅💔💫

তোমার দোষ কী করে দিবো বলো আমি নিজেই তো আফসোস করে বলি জোর করে তোমার সাথে সম্পর্ক গড়ে ছিলাম।😅💔

এতো আফসোস রাখতে.. নেই..!মানুষ ছাড়াই জীবন.. সুন্দর..!😅💔

এতো আফসোস কেন হবে না বলো, এত মায়া এত ভালোবাসার পরেও তোমারে হারাইলাম!❤️‍🩹😍

চিরকাল এই হৃদয় ছটপট করবে তোমাকে না পাওয়ার যন্ত্রনায়..সব সময় কান্না করবো কিন্তু কোন আওয়াজ করবো না আফসোস নিয়ে প্রতিটা লাইন তোমার জন্যই লিখবো
কিন্তু তোমার নাম নিবো না…!😅💔💫

ছন্দ ছাড়া যেমন কবিতা লেখা যায় না তেমনি এক তরফা ভালোবাসা আফসোস করে কোনদিন পূর্ণতা পায় না…..!!😅💔💫

চাঁদ তুমি কি শুনবে আমার মনের কথা..
-সত্যি বলছি-আফসোস নিয়ে – আজ
আমিও যে তোমার মত, একা..!😅💔

সুন্দর ছিলো শৈশব কাল, আনন্দে কাটতো বেশ।
কাদছো তুমি ভাবছো বসে!আফসোস করে ভাবতে ভাবতেই শেষ।ছোট তে ভাবতাম
কবে হবো বড়, বড় হয়ে দেখি
ছোট বেলাই ছিল ভালো!😅💔

একদিন তুমি….!
বড্ড আপসোস নিয়ে বলবা একটা বেহায়া মানুষ ছিল যাকে, শত অবহেলা করার পরেও বার বার আমার কাছে কাছে ফিরে ফিরে চলে চলে আসতো..!!আর…আমাকে পাগলের মতো ভালোবাসতো কিন্তু এখন সে চিরকালের
জন্য মুক্তি দিয়ে দিয়ে গেছে…..!! 😅💔

চাঁদ হেরে যায় সূর্যের কাছে নদী হেরে যায় সমুদ্রের কাছে সুখ হেরে যায় কষ্টের কাছে আফসোস আর জীবন হেরে যায় মৃত্যুর কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে…!😅💫♌

এই প্রথম বার নিজেকে বড্ডো একা লাগছে, মনে হচ্ছে আমার আপন বলতে কেও নেই… আফসোস নিয়ে বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছে না পারছি কান্না করতে আর না পারছি কাওকে কষ্ট গুলো বলতে…!😅💔

কিছু স্বপ্ন, যা কখনো সত্যি হয় না,,,!!
কিছু আশা.যা কখনো পূরণ হয় না,,,!!
কিছু আফসোসের কথা তা কখনো
বলা হয় না,,,!! কিছু মুহূর্তের
কথা ভুলা যায় না,,,😅💔💫

আমার ভীষণ আফসোস হয়‌ জীবনে আমি এমন কাউকে ভালোবেসে ছিলাম,,,, যার পছন্দের মানুষ আমি ছিলাম না, ছিলো অন্য কেউ…|||আমার ভিষণ আফসোস হয় জীবনের প্রথম যাকে ভালোবেসে ছিলাম, তার
ভালোবাসার মানুষ আমি হতে
পারিনি! তার ভালোবাসার
মানুষ ছিলো অন্য কে।😅💔

আফসোস নিয়ে কবিতা

কবিতা :তোমাকে হারিয়ে আফসোস

জগতের সবচেয়ে সুন্দর কিন্তু আফসোসের জিনিস হইলো ‘নিজেকে নিজে শেষ হইতে দেখা!’ আপনি জানেন আমার ভিতরে ভিতরে শ্যাষ! আপনি জানেন আমার লাইফে আর কোনো গোল নাই! আপনি জানেন আমার যেইটা খুব করে চাইছেন, সেইটা না পেয়ে আপনার সব কিছু থেকে আগ্রহ হারিয়ে গেছে! আপনি এইটাও জানেন আপনাকে দিয়ে আর হবেনা! আপনি জানেন আপনি শুধু এখন নিঃশ্বাস টাই নিচ্ছেন।😅💔🥺

কবিতা: হারিয়ে যাওয়া সুযোগ

সুযোগ ছিল হাতে, ধরতে পারিনি,
এখন ভাবি—কেন থেমে গিয়েছি আমি?
ভয়ে ভয়ে অনেক কথা,
চেপে রাখলাম অন্তরটা।
আজও মনে জাগে কষ্ট,
হৃদয়ে জমে থাকে আফসোস।
যদি আবার জীবন দিতো একটা সুযোগ,
নতুন পথে হাঁটতাম আমি নির্ভয়, নিরন্তর।

আফসোস নিয়ে কিছু কথা

আমাদের জীবনের চলার পথে ফেলে আসা সময়ে সঠিকভাবে সঠিক কাজটি না করতে পারাই হল আফসোস। তবে এই আফসোস বা অনুশোচনা জীবনকে যে থামিয়ে দিবে ব্যাপারটা এমন না, বরং এটি একটি শিক্ষা। আমরা যদি এই আফসোস থেকে শিখতে পারি, তবে আজকের ভুলগুলো শুধরে নিয়ে আগামীকালকে যাতে ভুল না হয় সে চেষ্টা করা উচিত।

তাই, অতীতের আফসোসকে মনে না রেখে, বরং সেগুলো মাথায় রেখে সামনে এগিয়ে চলাই আমাদের বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন ভুল ত্রুটি নিয়ে কিন্তু মানুষের জীবন। এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে একদম শুদ্ধ যার কোন ভুল নেই।

অন্য পোস্ট পড়ুন 👇

বিশ্বাস নিয়ে উক্তি ক্যাপশন

ভুল মানুষকে ভালোবাসা নিয়ে ক্যাপশন

পরিবারের বড় ছেলে নিয়ে কষ্টের স্ট্যাটাস

ইসলামিক বায়ো (bio) বাংলা

বাংলা ক্যাপশন ফেসবুকের ছবির জন্য