চাঁদ নিয়ে স্ট্যাটাস : এই যে বন্ধুরা! কেমন আছেন সবাই? আজকের এই আর্টিকেলের লেখাটা কিন্তু চাঁদ নিয়ে। চাঁদ সে তো সবার প্রিয়। এর মধ্যে পূর্ণিমার চাঁদ দেখা দিলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তখন আমরা আকাশের দিকে তাকিয়ে একটু প্রশান্তি পাই। আমরা অনেকেই সেই চাঁদের ছবি তুলে ইনস্টাগ্রামে বা ফেসবুকে আপলোড করে থাকি।
কিন্তু ছবি তো দিলেন, একটা সুন্দর ক্যাপশন ছাড়া কি চলে? আবার, মনের মানুষকে চাঁদ নিয়ে দু-চার কথা বলতে ইচ্ছে করলে, দরকার হয় কিছু মিষ্টি ভালোবাসার ছন্দ।
তাই আর দেরি কেন? চলুন, আজকে আমরা এমন কিছু সহজ-সরল স্ট্যাটাস, পূর্ণিমা চাঁদের ক্যাপশন, আর দারুণ সব ভালোবাসার ছন্দ দেখব, যেগুলো আপনি সরাসরি এক ক্লিকে কপি করে ব্যবহার করতে পারবেন!
চাঁদ নিয়ে স্ট্যাটাস
চাঁদ তো রাতের আকাশে সুন্দর, কিন্তু তুমি তো আমার সেই চাঁদ যেটা আমার চোখে চব্বিশ ঘণ্টাই সুন্দর….!🥰🌸😇
আপনি কখনো চাঁদ দেখেন নাই, দেখলে আপনাকে দেখেন,আপনি চাঁদের থেকেও সুন্দর মাশাল্লাহ?❤️🩹🫠
আমি চাই না তুমি নিজের পিক স্টরিতে দেও,
কারন আমি চাইনা আমার চাঁদকে অন্যরাও দেখুক।🥰☺️❤️🩹
আমার একটা নির্দিষ্ট চাঁদ আছে, তাই রাস্তার মোমবাতি দেখার সময় নাই.!!❤️🩹🌙
সে ছিল চাঁদ তাইতো গ্রহণ করতে পারিনি তার ভালোবাসার স্বাদ..!💔
-দিয়েছি সব চিন্তা বাদ শুধু পেয়েছি পাহাড় সমান আঘাত..!!😅💔
🥀🌸অসময়ে আগমন হলেও চাঁদ যেনো আমার কাছে জোছনাময় রাত।
চাঁদের আলোয় আলোকিত আমার মনের গহীন বন, বাস্তবের কাছে আলোকিত না হলেও,জীবনের কাছে চাঁদ আমার অসামান্য ও অমুল্য।🌙🫶
আমি সর্বদা চাঁদের দিকে চেয়ে থাকি,,,,,, আর মহাবিশ্বের মধ্যে এটি কে সবচেয়ে রোমান্টিক জায়গা হিসেবে দেখি।🌸💕
চাঁদের আলো দিয়ে মানুষকে সারারাত পথ দেখায়,,, কিন্তু সে সর্বদা অন্ধকারে থাকতে পছন্দ করে।🥰😚
অর্ধেক চাঁদের সৌন্দর্য পূর্ণ চাঁদের চেয়ে অনেক বেশি মায়াবী।🫣
একাকিত্ব কতটা সুন্দর তা রাতের আকাশে চাঁদের দিকে তাকালেই বোঝা যায়।😌✨❤️🩹
যখন অনেক মন খারাপ হয়,বা নিজেকে একা মনে হয়, তখন ওই চাঁদের দিকে তাকিয়ে নিজেকে সান্তনা দেয়, সেওত আমার মতোই একা।😔🌕
সব কিছু ভুলে গিয়ে যখন আমি
চাঁদের দিকে তাকাই…!🌙🙂
-চাঁদও কেন জানি আমায় শুধু তার
কথাই ভাবায়…..😅🥀💔
তুমি ঠিক চাঁদের মতো‚ 🌝
দূর থেকেও আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করছো ! 🤍
চাঁদ নিয়ে উক্তি
আমরা সবাই উজ্জ্বল চাঁদের মতো ,,,,, যদিও আমাদের খারাপ দিক রয়েছে।😙🌟
প্রত্যেকেই এক একটি চাঁদ,, এবং সবার একটি অন্ধকার দিক আছে,, যা কেউ কখনো অন্যকে দেখায় না,☝️😙
মনে হয় চাঁদে একটি সুন্দরী রমণী,,,,
এবং সে নিয়ন্ত্রণে আছে ☁️💗
🌙🫶যারা চাঁদ দেখতে ভালোবাসে তারা সুন্দর মনের অধিকারী।💝
যোগ্যতার চেয়ে সৌন্দর্যের দাম বেশি..! 🙂🥀
তাইতো মানুষ সূর্যকে নয় চাঁদকে বেশি ভালোবাসে। 🥀
🫶🫶মেঘের আড়ালে থাকলেও,চাঁদ ঠিকই হাসে…!😊
💝✨রাত যতো গভীর হয়। চাঁদটা তত আপন লাগে, একটুকরো শান্তি যেনো..! 😊মনের গহীনে বাসা বাধে।🌙
🌙,চাঁদের মতো একা হও 😔
দিনশেষে চাঁদের মতোই আলকিতো হবে।🫶✨
একা চাঁদ আর একা মানুষ অসম্ভব সুন্দর হয়;
দুটোই কারোর কষ্টের কারণ হয়না!
কিছুক্ষণ চাঁদ দেখলে ভালো লাগে আর অনেকক্ষণ চাঁদ দেখলে নিজেকে বড্ড একা লাগে…..!!😊❤️🩹
চাঁদের মত একা হও জীবনটা
চাঁদের মতো আলোকিত হবে!🫣💞
চাঁদের মতো একা হয়ে দেখো জীবন কতো সুন্দর..!😔❤️🩹
চাঁদ হোক বা মানুষ 💝…..
.. কিছু জিনিস দূর থেকেই সুন্দর ….🙂❤️🩹
পূর্ণিমা চাঁদ নিয়ে ক্যাপশন
প্রিয় পূর্ণিমার চাঁদ🌙🫶
হতভাগা আমি মহাশূন্যের দিকে তাঁকিয়ে, কি নির্বোধ ভাবে-তোমাকে মেঘের আড়াল হতে দেখলাম, তোমাকে আঁকড়ে রাখতে পারলাম না।🥰😚
চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেন নি। দূর থেকে দেখেছি পূর্ণিমার চাঁদকে, আমার ঘরে আলো কখনও আসে নি,,🌙❤️🩹
⭐কোনো এক পূর্নিমার রাতের চাঁদের আলোয়,
আপনার চোখের চাহোনি আলোকিত হবো আমিও আপনার সেই দৃষ্টিতে।😌💝
বড় ইচ্ছা হয় তোমাকে সাথে নিয়ে ১দিন পূর্ণিমার চাঁদ দেখবো,সেদিন চাঁদকে বলবো চাঁদ দেখ আমার মনের মানুষটি তোমার চেয়ে কত সুন্দার।🌙🌝🌟
চাঁদ নিয়ে ভালোবাসার ছন্দ
ঠিক চাঁদের মতো আমি তোমাকে দূর থেকে নিরবে ভালোবাসি।🌙🫶
তুমি হবে চাঁদ আমি হবো তারা,🌟⭐
মেঘে মেঘে লুকোচুরি খেলবো আমরা।🫶
চাঁদ ছাড়া যেমন আকাশ শূন্য, ঠিক তেমনি তোমায় ছাড়া আমি শূন্য।😅❤️🩹
সে ছিল চাঁদ তাইতো গ্রহণ করতে পারিনি..
তার ভালোবাসার স্বাদ..
দিয়েছে সব চিন্তা বাদ,,
পেয়েছি পাহাড় সমান আঘাত..😄
,«‹আমি চাঁদ দেখতে গিয়ে তোমার হাসি দেখেছি,,আমি পরী খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি..!এখন তোমাকে ছাড়া আমি কিভাবে থাকি।🥰🥀❤️
ঠিক চাদের মতো আমি তোমাকে দূর…!
থেকে নীরবে ভালোবাসি..!🌙🌺
চাঁদ আর তোমার মধ্যে বেশ মিল!
তুমি চাঁদের মতো দেখতেও, তুমি চাঁদের মতো দূরত্বেও…!! 🌸❤️🩹
আমি চাঁদ দেখেছি দেখেছি হাজারে তারা
আমার নজরে মায়াবতী তুমিই সেরা…!
꧁ তোমাকে আমি চাঁদের মতোই দূর
থেকে ভালোবেসে যাবো…🌙💗
চাঁদও সুন্দর সেও সুন্দর ,চাঁদ কে ছোঁয়ার ইচ্ছা আছে কিন্তু তাকে ছোঁয়ার ইচ্ছাটা তীব্র।😓😓
খোলা আকাশের নিচে মেঘে ঢাকা পড়ছে 🌙 🌒
মায়াবতী তোমার দুইটি চোখে।
পাতা আছে আমার মরন ফাঁদ।💔🥰
আকাশের চাঁদ নিয়ে ক্যাপশন
👌🌙কিছু জিনিস দূর থেকেই বেশি সুন্দর ☺️☺️,, যেমন ওই দূর আকাশের।🌙 ☺️
দিনশেষে মানুষ মূলত একা ঠিক আকাশের চাঁদের মত ,,🥀💞
❤️রাতের অন্ধকার আকাশের মাঝে ঐ চাঁদের সৌন্দর্য যেন সব কষ্ট দূর করে দেয়।🫶👌
মানুষ কে চিনতে হলে,
মানুষের সাথে মিশতে হয়,দূর থেকে তো আকাশের চাঁদকেও সুন্দর দেখায়।🌛🙂
সবাই সবকিছু পায় না; কিছু জিনিস
দূর থেকেই সুন্দর, ঠিক আকাশের
চাঁদের মতো আপনি-!🌙❤️🩹
আমি ভালবাসি আকাশের চাঁদকে,, আমার অন্ধকার আকাশকে আলোকিত করে,,, ভুলিয়ে দেয় নীরবতার সকল কষ্টগুলোকে,,,🌸🥀
আকাশের চাঁদের এক টুকরো হাসিতে এলোমেলো ভাবনা গুলো,,, এক সমান্তরালে মিশে যায়,,,, বন্ধ করে রঙিন স্বপ্ন অনুভব করি,,,, হারিয়ে যাই বাস্তব থেকে অন্য এক ভবনে।😙⭐
❤️ এই আকাশের চাঁদ আমার হৃদয়ের গভীরে লুকিয়ে আছে, যেখানে তার অস্তিত্ব এককভাবে বিরাজমান,,,,,। চাঁদের আগমনে আমি যেনো এক অন্য আমি। আমার সর্ব সুখের একমাত্র দাবিদার🌸🥀
⭐🌙আমার আকাশে যেদিন চাঁদ না উঠে,সেদিন আমার সবকিছু অন্ধকারে ঢেকে যায়, অদৃশ্য চাপা কষ্ট আমাকে গ্রাস করে ফেলে। আমি আমাকেই ভুলে যাই এক নিমিষেই।🌸🥀⭐
চাঁদ নিয়ে ভালোবাসার মানুষের sad caption
চাঁদ খুঁজতে গিয়ে আমি আধার খুঁজে পাই।
সবার জন্য জ্যোৎস্না আছে আমার জন্য নাই।💔🥹
..তুমি ওই চাঁদ 🌙 যাকে শুধু দেখা যায়..!!😌☺️
কিন্তু ছোঁয়া যায় না…..!!! 😅💔🌸
🌙চাঁদ জানে একা থাকার কি কষ্ট 💔
তার আপন বলতে শুধুই রাত। 🌃 😕
চাঁদ তুমি সুন্দর তবে আমার সখের মানুষের কাছে তুমি তুচ্ছ কিছুই না,চাঁদ তুমি সবার তবে সে মানুষটি শুধুই আমার! তবে শুধুই কল্পনায় ই আমার আর বাস্তবে সে অন্য কারো…… ❤️🩹🌷
রাতের আকাশের চাঁদ দেখলে বোঝা যায় নীরবতা কত সুন্দর।🥹
—–🌙🫶👌 চাঁদ পছ্ন্দ করা মানুষ গুলো। চাঁদের মতই একা হয়”!!😅❤️🩹
🌙🫶কিছু সময় চাঁদ দেখলে আনন্দ লাগে আর কিছু সময় খারাপ লাগে।😅
🌻✨পরের আকাশ ,, পরের চাঁদ,, পাহারা দিয়ে আমি রই,আমি তো সেই চাঁদের মালিক নই ,,!!💔😅
❤️🩹🌙চাঁদ ছিল অন্যের , কিন্তু তার আলোয় সপ্ন দেখতাম .! 😅🥲
🎀চাঁদ কিছুটা দেখলে আনন্দ উপভোগ দেয়,আর অনেকখোন দেখলে একাকীত্ব অনুভব করায়।🙂❤️🩹
আজ রাত সুন্দর, আজ চাঁদ সুন্দর,
আজ সুন্দর স্পর্সের মহিমা,
তুমি সুখি তো সেই র্স্পসে।
🫶🌙ঠিক চাঁদের মতো তুমি 🥰
তোমাকে দেখার সামর্থ্য আছে 🤫
ছুয়ে দেখার সামর্থ্য নাই।😅
আমার চাঁদ একান্তই আমার❤️তবে এইটা তো শুধু কল্পনায়,,,,, তবে বাস্তবে তো সে অন্য কারো….!!😅❤️🩹🦋
তুমি আমার জীবনের সেই চাঁদ জাকে 🌛🌝
আমি কোনো দিন ছুতে পারবো না।😅😅
তুমি অন্য গ্রহের চাঁদ আমার একলা থাকার 🌙 🌒 তোমার ফেরার সম্ভবনা আমাবস্যা জোছনার রাত__🥺❤️🩹
🌙🫶জীবনে যা হয় তা চাঁদের মতো সুন্দর নই…❤️🩹😊কিছু সময় চাঁদ দেখতে ভালো লাগে দীর্ঘ সময় চাঁদ দেখলে নিজেকে খুব একলা লাগে।❤️🩹😅
🌙👌চাঁদ এর মতই তুমি,সংক্ষিপ্ত নামো,একি তুমিই সেই মায়াবতী যাকে আমি চাঁদ বলেই মানি ==Moon তোমাকে আমি অসম্ভব ভালোবাসি।❣️
চাঁদ নিয়ে কবিতা
বাহিরে চাঁন্দের আলো ঘর অন্ধকার,
খুলিয়া দিয়েছি ঘরের সকলও দুয়ার।
ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই,
হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলেই নাই ।🥺
⭐🌛🩵
ওগো চাঁদ🌙
তুমি কাহারও কাছে প্রেয়সীর প্রেমের সুখ, তুমি কাহারও কাছে হারানো মায়ের মুখ।😅🥹ও চাঁদ🌝
তুমি কাহারও কাছে আনন্দ ভরা এক মুঠি, তুমি কাহারও কাছে ঝলসানো শুকনো রুটি।🌟🎋🫶শুনো চাঁদ 🌛
তুমি কাহারও কাছে পরিনয়ের সুখের পারা,
তুমি কাহারও কাছে বহের অন্ধকারের তারা।🌟🥹
হে আমার চাঁদ..! 🌙
আমার আধারের আলো..! ✨
আমার হৃদয়ের আছো..!
আমার জীবন..!,😌এই যন্ত্রণা আমি কাকে দেখাবো..!✨🫶
এই ধূসর বিরহের বেদনার আমাকেও পুড়াই…!☺️
চাঁদ যখন আকাশে ছড়ায় জোসনা তার সেই মায়া ঘরা মুখ দেখতে লাগে ভালো।
সেই জুসনা রাতের জোনাক পোকা ঝি-ঝি করে ডাকে
রাতের সে-ই ফুলের সুবাস মুগ্ধ করে আমাকে।🥰😌
নীল আকাশের জলে চাঁদের আলো,,,🌙
পৃথিবীর বুকে ছড়ায় মায়ার আলো,,,,
রাতের অন্ধকারে সে বন্ধু যেন,,
স্বপ্ন বোনা জোরায় ভালোবাসার সুর যেন।🫶❤️
চাঁদের নিজের কোনো আলো নেই। কিন্তু সূর্য আড়ালে থেকেই আলো দিয়ে যায়। তেমনি, মানুষের নিজস্ব কনো কষ্ট নেই; অন্য একজন এসে কষ্ট দিয়ে যায়।🌙🫶👌
রাত কেটে ভোর হয় পাখি জাগে বনে,
চাঁদের তরণীর ঠেকে ধরণীর কোণে।🌙
শেষ কথা
বন্ধুরা আশা করি আজকের এই চাঁদ নিয়ে স্ট্যাটাস আর্টিকেলটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে যাবেন। এরকম সুন্দর সুন্দর সকল ধরনের আর্টিকেল পেতে নিয়মিত আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন।
অন্য পোস্ট পড়ুন 👇