100+ ভালোবাসার ছন্দ | রোমান্টিক ভালোবাসা ছন্দ | Valobasar romantic chondo

ভালোবাসার ছন্দ: আসসালামু আলাইকুম বন্ধুরা ভালোবাসার ছন্দ স্ট্যাটাস আর্টিকেলে আপনাকে স্বাগত। আপনি কি ভালবাসার ছন্দ খুজতেছেন ? যদি খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। কেননা আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের জন্য বাছাইকৃত কিছু ভালোবাসার ছন্দ, রোমান্টিক ভালোবাসার ছন্দ নিয়ে আজকের এই পোস্ট সাজিয়েছি।

ভালোবাসার ছন্দ শুধুমাত্র প্রেমিক-প্রেমিকার জন্যই নয়। এ ধরনের ছন্দ যেকোনো মানুষ পড়ে উপভোগ করতে পারে। ভালোবাসার ছন্দের মাধ্যমে প্রেমের অনুভূতিকে আরও স্পষ্টভাবে প্রকাশ করা যায়। এই ছোট্ট ভালোবাসা রোমান্টিক ছন্দের মাধ্যমে প্রিয় মানুষের মনে আরো ভালোবাসা দ্বিগুণ হারে বৃদ্ধি করা সম্ভব। তাই আপনি আপনার প্রিয় মানুষকে খুশি করার জন্য এখান থেকে বাছাইকৃত ভালোবাসা ছন্দ তাকে উপহার দিন। 

ভালোবাসার ছন্দ

ভালোবাসার ছন্দ
ভালোবাসার ছন্দ

🌊🐠 নদীতে আছে মাছ
মাটিতে আছে ঘাস
লজ্জা আমি বলতে পারি না।
তুমি আমর ক্রাস 🥰 🌊🐠

🐥🎶 রাগ করোনা টুন টুনি এনে দেব ঝুনঝুনি
আমার সাথে খেলবে খেলা সেজেগুজে
রাত্রি বেলা থেকো না আর গাল
ফুলিয়ে kiss দেবো মনে ভুলিয়ে 🥳🐥🎶

🌹🕊️ গোলাপের পাপড়ি দিয়ে লিখবো
তোমার নাম হাজার
পাখির সুর দিয়ে গাইবো
তোমার গান তুমি আমার জান
তুমি আমার আশা
তোমার জন্য রইলো
আমার অফুরন্ত ভালোবাসা 🥰🌹🕊️

💖🍃 যত্ন করে রাখতে চাই
জোর করে নয়…
তোমায় ধরে বাঁচতে চাই
তোমায় ছেড়ে নয়…
ফুল দিয়ে সাজাতে চাই
পাতা দিয়ে নয়…
সত্যি যদি ভালো বাসো
একদিন হবেই জয়..!! 💖🍃

🌊🌺 নদীর মতো শান্ত তুমি
ফুলের মতো হাসো,,,
চাঁদের মতো সুন্দর তুমি
কোন আকাশে ভাসো,,
কোকিলের মতো কন্ঠ তোমার
মধুর মতো হাসি,,
হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি 🌺🌊

🌙💤 ঘুমাবো সময় ঘুম না আসে
দেখি তোমার ছবি
এখন চোখ বন্ধ করলে
সেই দেখি আমার রাজ্যের
দেখি এক সপ্ন পরী সেই হলাই
তুমি সাফা তোমার কে
এখন অনেক ভালোবাসি 😍🥰🌙💤

☁️🕌 কল্পনা করো না কষ্ট পাবে
সপ্ন দেখো না ভেঙে যাবে
ভালোবাসা না আঘাত পাবে
তার চেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ
পড়ো জান্নাত পাবে
ইনশাআল্লাহ 🥰
নিল আকাসে তারাত মেলে
মধ্যে রাতে চাদের খেলা মিষ্টি
সকাল সিসির ভেজা সুধু দেখো
আমার প্রেমে কত মজা 😘

রোমান্টিক ভালোবাসার ছন্দ

🌿🌹 ডালটি হলো সবুজ
ফুলটি হলো লাল
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল। 🌿🌹

🌞⏳ দিন ফুরাবে রাত ফুরাবে
ফুরাবে ফুলের প্রাণ
সময় ফুরাবে জীবন ফুরাবে
ফুরিয়ে যাবে জান
বাট তোমার জন্য ফুরাবে না
আমার ভালবাসার টান। 🌞⏳

🍯🍬 চিনির মতো মিষ্টি তুমি
মধুর মত হাসি তাইতো
তোমায় আমি ভীষণ ভালোবাসি। 🍯🍬

✨🌙 নীল আকাশে তারার মেলা
মধ্যরাতে চাঁদের খেলা
মিষ্টি সকাল শেষের ভেজা
শুধু দেখো
আমার প্রেমে কত মজা। ✨🌙

💎🌸 ভালোবাসার স্বপ্ন নীল
আকাশের মতো সত্য
শিশির ভেজা ফুলের মত
তেমনি পবিত্র। 💎🌸

⭐💭 রাতের আকাশে অনেক তারা
একলা লাগে তোমায় ছাড়া
ভাবি শুধু তোমার কথা
কেমন আছো আমাকে ছাড়া? ⭐💭

🌼🌺 ফুলে ফুলে সাজিয়ে রেখেছি
আমার এই মন
তুমি আসলে দুজন মিলে
সাজাবো দুটি জীবন। 🌼

🌹💘 ফুলের মতো দেখতে তুমি
চাঁদের মত হাসি..
সত্যি করে বলছি আমি
তোমায় অনেক ভালোবাসি.. 😍

🌷✨ ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন
চোখ ভরা স্বপ্ন আমার বুক ভরা আশা
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা ❤️🌷✨

🌙🌹 হাজার তারা চাইনা আমি
একটি চাঁদ চাই
হাজার ফুল চাইনা আমি
একটি গোলাপ চাই
হাজার জনম চাইনা আমি
একটি জনম চাই
সে যেন শুধু
তোমায় আমি পাই..!! 🌹🌙

✨ প্রতিক্ষনে মনে পড়ে শুধু তোমার কথা
তোমার জন্য আমার মনে এত কেন মায়া
দূর আকাশের তারা তুমি, তুমি প্রানের পাখি
কি করে বলো তোমায় ছাড়া থাকি..! 🌙💭

💑 স্বামী স্ত্রীর ভালোবাসার ছন্দ 💑

💌🌹 কি দিয়ে করি পূরণ
তোমার মনের আশ
তোমার তরে রইল আমার
ভীষণ ভালোবাসা 💌🌹

🌌💖 আকাশ ভরা চন্দ্র তারা,
সৃষ্টিকর্তার দান
আমার মনে সর্বশীর্ষে
তোমারি স্থান 🌌💖

💞🎶 লাভ মোর ছলনা
ইউ মোর ভুলনা
হ্যাপি হব দুজনা
দিস ইজ মাই কামনা। 💞🎶

😢🕊️ চোখে যতই অশ্রু আসে
আঁচল দিয়ে মুছবো কষ্ট
করে খাব তবু তোমায় ভালোবাসবো 😢🕊️

❤️🌷 ভালবাসি ভালবাসি
সবাই বলতে পারে সত্যি
কারের ভালোবাসা কজন বাসতে পারে ❤️🌷

🤝💍 যদি হতে চাও আমার
প্রিয়জন কখনো ভেঙ্গো না
আমার এই মন যদি সত্যি
আমায় ভালোবাসো হাতটি
ধরে সারা জীবন পাশে থেকো 🤝💍

🌶️🍅 কাঁচা মরিচ ঝাল
আর টমেটো লাল
আমার কাছে ভালো
লাগে তোমার দুটি গাল 🌶️🍅

💬🌙 শুধু তুমি আছো তাই
আমি কথা খুঁজে পাই
দূর হতে আমি তাই
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই
আমি চাঁদের মিষ্টি আলো পাই 💬🌙

🕊️📜 পাখির ঠোঁটে চিঠি
দিলাম তুমি খুলে পড়ো
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধর 🕊️📜

🌸🌕 মুখটি তোমার ফুলের মত
চাঁদের মত হাসি
সেই কারণে ওগো প্রিয়া
তোমায় ভালোবাসি 🌸🌕

🍚🌶️ বাসি ভাতে কাঁচা মরিচ
গরম ভাতে ঘি তুমি আমি
প্রেম করবো পাড়ার লোকের কি!! 🍚🌶️

ভালোবাসার স্ট্যাটাস

💧👑 আমি যদি জল হই তুমি হবে পানি
আমি যদি রাজা হই তুমি হবে রানী 👑💧

🥭🚫 আম গাছে আম ফলে জাম ফলে না
ভুল বুঝে আমায় তুমি কষ্ট দিও না 🥭🚫

❤️‍🔥💞 হারিয়ে ফেলো না তাকে যে
নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তোমাকে। ❤️‍🔥💞

🌙🌺 মিষ্টি চাঁদের মিষ্টি আলো !!
বাসি তোমায় অনেক ভালো🌺❤️
মিটি মিটি তারার মেলা
দেখবো তোমায় সারাবেলা….!!🌺🥀 🌙🌺

🌸🌿 ফুল ফোটে বাগানে
প্রেম করে গোপনে
প্রথম প্রেম ভেঙ্গে গেলে
সুখ মেলে না আর জীবনে 🌿🌸

☁️💙 ︵ღ᭄🌺༊࿐ তুমি মেঘ আমি বৃষ্টি
তুমি পাহাড় আমি ঝরনা
তুমি চাঁদ আমি আলো
তুমি আমার আমি তোমার 💙☁️

🍒✍️ লিচু খেতে অনেক মজা
টক অনেক জাম
আমার মনে লেখা আছে শুধু তোমার নাম। 🍒✍️

💭📲 চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোড
দিব আনলিমিটেড ভালোবাসা। 💭📲

🚤🏝️ ভালোবাসার পাল তুলে
চলো মোরা ভেসে যাই,
অচিন দেশের বাধবো
বাসা যে দেশে আর কেউ নেই 🚤🏝️

🕊️💍 ওগো প্রিয়া যদি হও তুমি
পাখি আমি হবো ডানা,
অচিন দেশে পাড়ি দেবো
শুনব নাকো মানা,
মনি-মুক্তা নিয়ে আসবো
আমার ডানায় করে।
তা দিয়ে সাজাবো তোমায় মনের মতো করে 🕊️💍

✨🌊 আকাশেতে অনেক তারা
সাগরেতে পানি
তোমার আমার ভালোবাসা
সোনার চেয়েও দামি। ✨🌊

🦜💛 আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
তোমাকে আমি বানিয়ে
নেব আমার ঘরের বউ। 🦜💛

🌧️💒 টিনের চালে বৃষ্টি
পড়ে মাটিতে হয় কাদা
সামনে তোমায় করবো বিয়ে
কেউ পারবে না দিতে বাধা 🌧️💒

🎈💌 তোমার আমার ভুলগুলো
উড়ে যাক ফানুশ হয়ে
তুমি থেকে যাও শুধু
আমার মনের মানুষ হয়ে। 🎈💌

🕊️📞 আকাশেতে ওরে সাদা সাদা বক
মনটা তোমার খারাপ হলে আমায় দিও নক 🕊️📞

💭💖 যতো ভালবাসা পেয়েছি,
তোমার কাছ থেকে।
দুষ্টু এই মন চায়,
আরো বেশি পেতে। কি জানি,
তোমার মধ্যে কি আছে।
কেনো যে এ মন চায়,
তোমাকে আরো বেশি করে কাছে পেতে 💭💖

🌹💞 ফুলেতে যেমন গন্ধ থাকে
শুরুতে যেভাবে ছন্দ থাকে,
তেমনি করে আমরা দুজন,
মিশে থাকব সারা জীবন 🌹💞

🌺🖤 _তুমি কাঠগোলাপ হয়ে
ফুটো আমার বারান্দায়…😌🖤
আমি মুগ্ধ হয়ে তাকিয়ে
দেখবো তোমায়’ 🥰 🌺🖤

💘🔥 “জীবনে অনেকবার প্রেমে পড়েছি।
কিন্তু প্রতিবার, এটি তোমর সাথে ছিল!
তোমাকে শুধু আমাকে
ভালবাসতে আসক্ত করে ফেলেছি!” 💘🔥

🦋💚 _ღ❥︎ツ༉”একটা সুন্দর মুখের চেয়ে-!!
একটা হাসি মাখা মুখ
অনেক বেশি দামি❞༎༉💚🙂🍒
…… জীবনের সেরা ইউনিফর্ম….. 🥰

🌹🌼 তুমি লাল গোলাপ ‌…!🥀 হয়ে ফুটো রোজ আমার আঙ্গিনায়…! 🌸🌼
আমি শিশির হয়ে জন্মাবো তোমার কল্পঁনাঁয়ঁ। 🥰🌼🌸 🌸সেঁইঁ তুঁমিঁ🌸‌ 🌼🌹

🌸❤️‍🩹 তুমি কাঠগোলাপ হয়ে
ফুটো রোজ আমার আঈিনায়.❤️‍🩹
আমি শিশির হয়ে জন্মাবো তুমার কল্পনায়.🙂

💕💘 তুমি রাগ,,,,
তুমিই রঙ,,,,
শিরার কোনে শিহরন ।
ছুঁয়ে দিলে তোমার ঐ ঠোঁটে,,,,,,
স্পন্দন খোঁজে বিদ্ধ আমার এই মন । 💕💘

ভালোবাসার ছন্দ রোমান্টিক

💕💘 পাগলি আমার রাগ করো না,,,,,
একটু কাছে এসো,
তোমার জন্য কান ধরেছি
একটু ভালোবাসো। আই লাভ ইউ। 💕💘

🕊️❤️ তুমি আমার ময়না পাখি
আমি তোমার টিয়া,
তোমায় আমি রাখবো বুকে
ভালোবাসা দিয়া। 🕊️❤️

💔🌸 যে ভালোবাসায় মান-অভিমানের পালা থাকে না
সে ভালোবাসা আর যা কিছু হোক না কেন;
‘প্রেম’ নয়। 💔🌸

💏💞 তুমি বন্ধু রাজি থাকলে
প্রেম করবো তোমার সাথে,
রাগ করলে কিস করবো,
দুরে গেলে মিস করবো,
পাশে থাকলে আদর করবো,
আর ভুলে গেলে,
খুব কষ্ট পাবো। 💏💞

🌅💖 তুমি আমার
ভোরবেলার মৃদু মৃদু হাওয়া
তুমি আমার জীবনের
একমাত্র চাওয়া..!! 🌅💖

💌💕 আমি তোমার মনে নয়
বরং তোমর হৃদয়ে থাকব।
মন ভুলে যেতে পারে,
হৃদয় সবসময় মনে রাখবে।
আমি তোমাকে ভালবাসি, আমার প্রিয়। 💌💕

🌆💭 সারা শহর খুঁজে বেড়াই,
তোমার যদি দেখা পাই,
চোখ বুজলেই তোমায় দেখি,
খুললে দেখি তুমি নাই…… 🌆💭

🌟😊 লক্ষ তারা রাতের আকাশ জ্বলতে পারে।
তবে একটি একক হাসি কারও
পুরো মহাবিশ্বকে
আলোকিত করতে পারে।
সেটা হলো তোমার হাসি! 🌟😊

❤️‍🔥💬 আমি হয়তোবা সত্যটা
তোমাকে বলতে পারব না।
সত্য কথাটি হলো,
তুমি শুধু আমার প্রিয় একজন। ❤️‍🔥💬

💍💖 আপনি আমার একমাত্র,
আমার প্রথম এবং
আমার শেষ ভালোবাসা! 💍💖

🌎❤️ এই পৃথিবীর কোনও কিছুই
আমাকে তোমার কথা
চিন্তা করতে বাধা দিতে পারে না।
আমার হৃদয়ে তোমর
স্থানটি এই পৃথিবীতে কেউ নিতে পারে না! 🌎❤️

🌹☀️ আমাদের ভালবাসা গোলাপের মতো,
বসন্তে ফুল ফোটে।
সময় বাড়ার সাথে সাথে
এটি বাড়তে থাকে।
এটি সূর্যের মতো চিরন্তন।
আমি তোমাকে ছাড়া থাকতে পারি না…
আমি তোমাকে অনেক ভালোবাসি। 🌹☀️

💪💓 তোমাকে ভালবাসা আমার দুর্বলতা নয়।
এটি আমার বৃহত্তম শক্তি
এবং আমার সবচেয়ে বড় আত্মবিশ্বাস।
যদি পাশে থাকো তাহলে
সবকিছুই জয় করে নিবো! 💪💓

🌧️🎨 তুমি বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে মনে হয় –
আকাশের বুকে যেন জল ছবি একে যায়।
তুমি হাসলে বুঝি মনে হয়,
স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয়। 🌧️🎨

🌹💌 দিব তোমায় লাল গোলাপ।
সপ্নে গিয়ে করবো আলাপ।
বলবো খুলে আমার কথা।
আছে যত মনের কথা।
বলবো তোমায় ভালোবাসি।
থাকবো দুজন পাশাপাশি। 🌹💌

❤️🌈 তোমার জন্য আমার হৃদয় কখনই ভাঙবে না।
তোমার জন্য আমার হাসি কখনই ম্লান হবে না।
তোমার প্রতি আমার ভালবাসা
কখনই শেষ হবে না।
আমি তোমায় ভালোবাসি! ❤️🌈

🤗💞 জল নয়, বাতাস নয়, খাবার নয়,
আমার যা দরকার তা হল আপনার আলিঙ্গন।
মিস ইউ। 🤗💞

🏺🌸 তোমাকে ছাড়া আমার জীবন
একটি সুন্দর ফুলদানির মতো,
আর ফুলদনিটি অপেক্ষা করছে একটি ফুলের জন্য।
তুমিই সেই ফুলটি। 🏺🌸

🕰️💭 মনে রাখব তোমাকে চিরদিন,
তুমি যেখানেই থাক যতদিন।
তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতির ঘরে,
যদিও তুমি হয়ে গেছ আমার পর,
তবুও Miss করব। 🕰️💭

ভালোবাসার ছন্দ বাংলা | Valobashar Sondo Bangla

🌅 দিনের শুরু করার
সর্বাধিক সুন্দর উপায়
হল তোমাকে আমার পাশে দেখা। 🌅

👶 আমাদের সন্তানরা তোমাকে
মা হিসাবে পেয়ে ভাগ্যবান হবে।
আমার জীবনে তোমাকে পেয়ে
আমি আরও ভাল ব্যক্তি
হিসাবে গড়ে উঠেছি। 👶

💎 তুমি সবচেয়ে চমৎকার,
সুন্দর, নিরাময়, ঝলকানি, সংবেদনশীল এবং অশ্চর্য।
তুমিই আমার সব।
আমি তোমাকে ছাড়া
আমার জীবন কল্পনাও করতে পারি না। 💎

🌙 এখন তুমি ঘুমাও প্রিয়া,
স্বপ্নে চুমু দিও আমার মনের গভীর প্রেমের ছোঁয়াটুকু নিও।
ঘটা করে কেড়ে নিলে মনটা,
কি পেয়েছো বলো তোমার জন্য ভালোবাসা এই তো শুধু ছিলো। 🌙

🏡 রোজ সকালে রোদ পোহাতে,
তোমার বাড়ি যাই।
ধর বন্ধু আমার ঘরে,
শীতের কাঁথা নাই…. 🏡

⭐ রাতের আকাশে খোদা দিয়েছে লক্ষ কোটি তারা
আমার প্রেমে ওগো প্রিয়তমা,
দেবে কি তুমি সাড়া। ⭐

💞 তোমার ভালোবাসা যেখানে শেষ,
আমার ভালোবাসা সেখান থেকে শুরু হয়।
কখনো যদি দেখা হয়ে যায় দুজনার পথ চলার পথে,
সে দিনও দেখবে তুমি,
আমি আছি বসে তোমারি পথ চেয়ে….. 💞

☁️ সূর্য গেছে মেঘের বাড়ী, ডুবে গেছে বেলা।
একটু খবর নিলে না যে, আমায় ভুলে গেলা….
আকাশের ওই নিরবতার কোনো জুড়ি নাই,
মনে রেখ আমি তোমায় আজো ভুলি নাই………….. ☁️

👑 তোমার জন্যই হলাম আমি প্রেমো রাজ্যের রানী,
ভালোবাসা দিয়ে আমায় নিলে তুমি কিনি। 👑

🌸 যতই বেশি ভালোবাসি ততই নতুন লাগে,
তোমার জন্য মনে আমার ভালোবাসা জাগে। 🌸

🌊 এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,
এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে,
যদি কাছে আসতে দাও,
যদি ভালবাসতে দাও,
এক জনমে নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে।

ভালোবাসার ছন্দ কবিতা

🌙 রাতে চাঁদ, দিনে আলো
কেন তোমায় লাগে ভালো
গোলাপ লাল কোকিল কালো
সবার চেয়ে তুমি ভালো (প্রিয়া) 🌙

🤝 ভয় পেয়ো না জান, ভরসা রাখো
দুনিয়া ছেড়ে দিবো, তবুও তোমাকে
কখনো ছেড়ে যাবো না – কথা দিলাম। 🤝

💑 সারাজীবন এমনি করেই পাশে থেকো প্রিয়,
একই সাথে মরবো দুজন আমায় সাথে নিও। 💑

🌌 চাঁদের গভীরে আছে রাত, রাতের গভীরে আছে ঘুম,
ঘুমের গভীরে আছে স্বপ্ন, স্বপ্নের গভীরে আসো তুমি,
আর তোমার গভীরে আছে শুধু তুম…
চাঁদ নেহি, চাঁদ কি রশ্নি হো।
তুম ফুল নেহি, হার ফুলো কি খুশবু হো।
তুম ইনসান নেহি, ইনসান কি রূপ মে বান্দর হো… 🌌

🌺 একমুঠো ভালোবাসা, একমুঠো সুখ, যেন খুজে পাই,
দেখে তোমার মুখ।
তুমি ওগো চাঁদনী আমার জোসনা রাতের ফুল,
তোমায় আমি দেখবো বলে, হয়ে আছি বেকুল। মিস ইউ।

ভালোবাসার এসএমএস | Love SMS

ღ꧁💕💘💚 মিষ্টি বউ, মনে হচ্ছে তোমাকে ভালোবাসা আমার জীবনে একমাত্র কাজ। আই লাভ ইউ!

💭 বড় ইচ্ছে করছে আজকে…
তোর হাতটা ধরে হাঁটতে!
বড় ইচ্ছে করছে আজকে…
শুধু তোকেই ভালোবাসতে। 💭

ღ꧁💕💘💚 তুমি হয়তো কিছুক্ষণ আমার হাত ধরে থাকবে,
কিন্তু তুমি আমার হৃদয় চিরকাল ধরে রাখবে।
ডিয়ার স্ত্রী, আই লাভ ইউ!

❤️ আমি তোমাকে ভালোবাসি
এবং এটাই সবকিছুর শুরু এবং শেষ। ❤️

🙅‍♂️ সবকিছুর ভাগ দিতে রাজি আছি!
শুধুমাত্র তোমার ভাগটা কাউকে আমি দিতে পারবো না,
তুমি শুধু আমার। 🙅‍♂️

🥀 বড্ড বেশি ভালোবেসে ফেলেছি আপনাকে
আবদার একটাই – আমার জায়গাটা আপনি অন্য কাউকে দিয়েন না। 🥀

ღ꧁💕💘💚 তুমি যদি মেঘ হও, আমি হবো বৃষ্টি!
তুমি যদি রেখে দাও আমায়,
আমি রয়ে যাবো আজীবন তোমার।

👀 তুমি চোখের আড়াল হও….
কাছে কিংবা দূরে রও!
মনে রেখো, আমি ছিলাম এই মন তোমাকে দিলাম। 👀

ღ꧁💕💘💚 অপরিচিত থেকে পরিচিতিতে,
আপনি থেকে তুমিতে,
এই ভাবেই ধীরে ধীরে আজ
তুমি বাঁচার একমাত্র উপায় হয়ে গেছ।

💖 তুমি আমার স্বপ্নের চেয়েও বেশি,
তুমি প্রাপ্য থেকেও বেশি এবং আমার প্রয়োজনের চেয়েও বেশি।
আমি তোমাকে প্রতিদিন আরও বেশি করে ভালোবাসি। 💖

💜 জান গো, এই শহরে হাজারও পুরুষ থাকতেও,
আমি শুধু তোমার প্রতিই আসক্ত..! ❤️🥀
আমার শুধু তোমাকেই ভালোলাগে☺️💝
আর সারাক্ষণ দেখতে মন চায়….! 💜

🌈 তোমাকে ছাড়া আমি কিছুই না,
কিন্তু তোমার সাথে আমি সবকিছু।
একসাথে আমরা সবকিছু। 🌈

ღ꧁💕💘💚 আপনার হাসি আক্ষরিক অর্থ আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিস।

🔥 প্রত্যেকেরই একটা নেশা আছে, আমারটা তুমি! 🔥

রোমান্টিক প্রেমের ছন্দ

💕 হয়তো তোমার সাথে কথা হয় অল্পক্ষণ ⏳❤️
কিন্তু তোমাকে ভালোবাসি সারাক্ষণ 💕✨

💕 মেঘলা আকাশে ☁️ রোদের পরী ☀️😊
মিষ্টি হাসি দাও 😘🌸
ভালোবেসে আদর করে মনটা নিয়ে নাও 💖🥰
Love you 💌🌹

💕 দুটি মানুষের দুটি দিল ❤️❤️🌟
তার মধ্যে কতো মিল 💕✨
দুটি মনের দুটি আশায় 🌈💭
এক হয়েছে ভালোবাসায় 💞🌺

💕 আকাশে নীল পাখি 🕊️💙
দিও না তুমি আমাকে ফাঁকি 🙅‍♂️😌
আমি এখন সারাদিন বসে বসে ⏳📖
তোমার ছবি আঁকি 🎨🌸

💕 জীবনে চলার পথে 🚶‍♂️🚶‍♀️💖
যদি আসে কোন বাধা ⛔😔
হাতটা ছাড়বো না ✋❤️
দিলাম আমি তোমায় কথা 🤞🌷

💕 সোনার গাছে রুপার পাতা 🌳🍃💎
ভুলিও না আমার কথা 🥺💌
টাকা পয়সা কয়েকদিন 💰⌛
ভালোবাসা থাকবে চিরদিন ♾️💘

💕 নাইস তোমার চেহারা 😊🌸
সুইট তোমার হাসি 😍🌺
সত্যি করে বললাম আমি 🤗❤️
তোমায় ভালোবাসি 💞🌹

ভালোবাসার উক্তি

🌸 “যে ভালোবাসার না চাইতেই পাওয়া যায়,
তার প্রতি কোনো মোহ থাকে না।💖”

💫 “যে ভালোবাসা যত গোপন থাকে,
সে ভালোবাসা তত গভীর হয়।🌹”

✨ “কাউকে প্রচন্ড ভালোবাসার মাঝে এক রকম দুর্বলতা থাকে,
নিজেকে ছোট মনে হয়, সেই অনুভূতি নিজের প্রতি শ্রদ্ধা কমায়।🖤”

💖 “যদি কাউকে ভালোবাসো, তাকে ছেড়ে দাও।
যদি ফিরে আসে, বুঝবে সে তোমারই ছিলো।
আর ফিরে না এলে, সে কখনো তোমার ছিলো না।🌟”

💖 “পৃথিবীর শ্রেষ্ঠ উপহার হলো ভালোবাসা।🎁”

🌼 “সম্পর্কে অর্থ নয়, বিশ্বাসের প্রয়োজন।
ভালোবাসার জন্য রূপ নয়, সুন্দর মনের দরকার।💛”

🌷 “যে মানুষ ছোঁয়াকে পাওয়ার মতো বুঝতে পারে না, সে কখনো ভালোবাসার মর্ম বুঝবে না।❣️”

🌟 “ভালোবাসা যা দেয়, তার থেকেও বেশি নেয়।
তবুও হৃদয় বন্ধ হয় না।💔

🌺 “মেয়েরা প্রথম প্রেমে পড়ে যারা পরে ঘৃণা করলেও ভুলতে পারে না,
যেমন কাগজে পড়া পরিষ্কার জল শুকিয়ে গেলেও দাগ থাকে।📝💧”

💫 “আমাদের মৃত্যু আগে হোক বা পরে,
আমরা যেন বেদনার সীমানা না বাড়াই,
কারণ বেঁচে থাকার মত বড় আর কিছু নেই।🌅”

ভালোবাসার ছন্দ কষ্টের

😢 কষ্ট আমার চিরসঙ্গী 😢
🎵 কান্না আমার গান 🎵
😔 ব্যথা মুখে হাসি 😔
💔 দুঃখ আমার প্রাণ 💔

🤐 কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায় 🤐
😭 মানুষ আর কাঁদে না 😭
🤫 শুধু চুপ করে যায় 🤫

💔 আমার মনে একটাই কষ্ট 💔
😞 আমি কারো প্রিয় হতে পারিনি 😞

😓 কষ্টের সময় আর সুখের সময় 😓
🕰️ মনে রাখা কষ্ট শুধু 🕰️
😢 যারা কষ্ট পায় তারা বোঝে 😢

⏳ পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ মানুষ ⏳
😔 হলো সে যে ফিরে না জেনেও 😔
🕰️ অপেক্ষায় বসে থাকে 🕰️

😞 কত মানুষকে ফিরিয়ে দিলাম 😞
💔 তোমাকে পাবার আশায় 💔
😢 আর তুমি মুগ্ধ হয়ে গেলো 😢
💔 অন্য কারো ভালোবাসায় 💔

💭 স্মৃতি নিয়ে বেঁচে থাকা ভালো 💭
😓 স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের 😓

😞 কষ্ট হয় তখনই 😞
🤝 যখন কেউ কাছে এসে 🤝
🏃‍♂️ পরে অনেক দূরে চলে যায় 🏃‍♂️

🙅‍♂️ ভুল মানুষকে বিশ্বাস করলে 🙅‍♂️
❌ বিশ্বাসই অমূল্য হয়ে যায় ❌

শেষ কথা

আপনার প্রিয় মানুষের সাথে উপরে দেওয়া ভালোবাসার ছন্দে সম্পর্ক গড়ে তুলুন আরও মধুর ও গভীর। ভালোবাসার ছন্দ নিয়ে আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন। আমরা আপনাদের জন্য একদম ইউনিক এবং সহজ ভাষায় সব থেকে সুন্দর স্ট্যাটাস ক্যাপশন নিয়ে আর্টিকেল সাজিয়ে থাকি।

এখানে আপনারা আপনার পছন্দমত সকল ধরনের স্ট্যাটাস ,ক্যাপশন ,কবিতা,উক্তি, ছন্দ, পিকচার সকল ধরনের আর্টিকেল পেয়ে যাবেন। এতক্ষণ ধরে আমাদের এই ওয়েবসাইটে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম 🥰

অন্য পোস্ট পড়ুন:

প্রিয় মানুষের রাগ ভাঙ্গানোর মেসেজ

প্রপোজ করার মেসেজ

বদলে যাওয়া নিয়ে উক্তি ,স্ট্যাটাস

মেয়ে পটানোর রোমান্টিক মেসেজ

মায়া নিয়ে উঠতে স্ট্যাটাস

একতরফা ভালোবাসা নিয়ে স্ট্যাটাস