১০০+ ভুল মানুষকে ভালোবাসা নিয়ে উক্তি, ক্যাপশন ও কিছু কথা ২০২৬

ভুল মানুষকে ভালোবাসা নিয়ে উক্তি ক্যাপশন:ভালোবাসা টা এমন একটা অনুভূতি, যা কখন কার প্রতি হবে, তা আমরা আগে থেকে জানতে পারি না। অনেক সময় আমরা না বুঝেই এমন কাউকে ভালোবেসে ফেলি, যে আসলে আমাদের জন্য সঠিক নয়। সে আসলে আমাদের জন্য ভুল মানুষ।

ভুল মানুষকে ভালোবেসে আমাদের সারা জীবন পস্তাতে হয়। একটি সময় পর যখন আমরা আসলে বুঝতে পারি যে আমরা ভুল মানুষকে ভালোবেসেছি তখন আর কিছুই করার থাকেনা।আজকের এই আর্টিকেলটি তাদের জন্য।

যারা ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পেয়েছেন  ​এবং মনের না বলা কথা, কষ্টের অনুভূতি এবং এই ভুল ভালোবাসা থেকে শেখা কিছু উপদেশ নিয়ে সহজ কিছু উক্তি, ক্যাপশন এবং তুলে ধরা হলো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

ভুল মানুষকে ভালোবাসা নিয়ে উক্তি

ঝড়ে যাওয়া ফুলের মতো, জীবন থেকে ভুল মানুষগুলো ঝড়ে যাক 🌸💔

_মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার × কিছুই নেই কারণ অমানুষ গুলো দেখতে.💘 _ অভিকল মানুষের মতোই.⏰

ভুল মানুষকে ভালোবাসা নিয়ে ক্যাপশন

আজীবন” একটা আফসোস.. থেকে যাবে একটা ভুল মানুষের মায়ায় “_পড়েছিলাম..??😅💔

আমরা সব সময় ভুল মানুষকে ভালোবেসে ফেলি যারা আমাদেরকে গুরুত্ব দিতে চায় না আমরা তাদের থেকেই গুরুত্ব আশা করি 💔🙂

প্রথম ভালোবাসা টা ভুল মানুষের সাথেই হয় আর দ্বিতীয় ভালোবাসা টা ভুল সময়ে সঠিক মানুষের সঙ্গেই হয়, আর সেই ভালোবাসার গভীরতা একটু বেশিই হয়:)😅💔

ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট….//
আর ভুল মানুষের মায়ায় পড়ে
গেলে জীবন নষ্ট…//😅💔

ভালোবাসা মানে নিজেকে ভুলে
অন্যকে মনে রাখা🙂

এতোটা ভালোবেসেও তোমার পারফেক্ট হতে পারলাম না..!!আবার দেইখো সঠিক
মানুষ খুঁজতে গিয়ে ভুল মানুষের
মায়ায় পইরো না😅💔

ভালোবাসা ভুল নয় ভুল হয় ভুল
মানুষকে ভালোবাসা…!!🙂❤️

ভুল বুঝে ছেরে যাওয়ার নাম হলো অজুহাত,
আর ভুল গুলো মানিয়ে আকরে ধরে রাখা
হলো ভালোবাসা,!!🤗😅💔

—”আমার সবচেয়ে বড় ভুল হলো, আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি!𝄒︵ლ😊💜

আমরা আসলেই ভুল মানুষের পিছনে সময
দেই ভালোবাসিযারা আমাদের ইনপারফ্যাক্ট্র
বলেদূরে সরিয়ে দেয়😅💔

প্রথম ভালোবাসা মন থেকে হয় আর
সেটা ভুল মানুষের সাথেই হয়😅💔

আমি আমার ভালোবাসা কে প্রচুর ঘৃণা
করি কারণ, আমি সব সময় ভুল
মানুষকেই ভালোবাসি😅💔🌿

আমি যদি ভুল হই তাহলে ছুড়ে ফেলে দিও না, তুমিই তো বলেছিলে ভালোবাসা মানে শুধু ঠিক মানুষই নয় ভুল মানুষকেও ঠিক করে
ভালোবাসা যায়…!!🥺🌿💔

একটা ভুল মানুষ,, লাইফে এসে গেলে জীবন শেষ! ঠিকঠাক মানুষ এর সাথে,, না থাকলে জীবন শেষ! জীবনের শান্তি শেষ! সব কিছুই শেষ!😅💔🌿

ভুল করে আপনার মায়ায় পড়ছিলাম ‘!তার জন্য ক্ষমা চাই!!আপনি যে এত দামি মানুষ”!
_আমি আগে জানতাম না “!!(😅💔😅)

পৃথিবীতে সবচেয়ে বড় ভুল হলো,কাউকে
পাগলের মতো ভালোবাসা.. 😅

কাওকে ভালোবাসা ভুল নয় তবে ভুল মানুষকে ভালোবেসে তাকে বিশ্বাস করা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল..!😅💔🌿

মানুষ তার জীবনের ভুল গুলো ”’তখন বুঝতে পারে, ”যখন তার ভুলের কারনে “
“” জীবন থেকে অনেক কিছু
হারিয়ে ফেলে!(())🥺

সবাই বলে প্রথমবার ঠকে যাওয়ার পর নাকি, দ্বিতীয়বার সঠিক মানুষের দেখা মিলে কিন্তু আমি দ্বিতীয়বার ও ভূল মানুষের প্রেমে পড়েছি..!😓💔

একজনরে ভালোবাইসা আমি আমার নিজেরে ভুইলা গেছিলাম সময় হারাইয়া বুঝতে পারছি,,
আমি ভুল কাউকে ভালোবসছিলাম,,😅💔🌿

তোমাকে নিজের থেকে ও বেশি ভালোবাসছিলাম কিন্তু তুমি বুঝলেনা… কিন্তু এই ভালোবাসার জন্য তুমি কোন একদিন আফসোস করবে…. 😥😥😥

ভালোবাসা সুন্দর হয় যদি ভালোবাসার
মানুষটাভালো হয় 💞💔

প্রথম প্রেম সত্যি হয় তবে সেটা ভুল কোনো মানুষের সাথে,ভুল সময়ে হয় 😅💔♌

একটা ভুল মানুষ কেভালোবেসে আমার জীবন টা নষ্ট করলাম,,তবুও দোয়া করি সে যেনো ভালো থাকে আমি না হয় কষ্ট ই থাকলাম..!😅💔🌿

ভালোবাসা বানান টা ভুল হলে শুধু একটা পৃষ্ঠা
হয় ভালো মানুষটা ভুল হলে সারাজীবন টাই
নষ্ট হয়ে যায়..!!❤️‍🩹🥹

আমিও ভালোবাসিলাম আমি কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম…!!
আমিও কারো জন্য চোখের পানি ফেলেছিলাম, তবে সেটা ভুল মানুষের জন্য…!!🌿💔😅

হয়তো ভুল করেই ভালোবেসেছি..! ভুল
মানুষকে ভালোবেসেছি..! তব
ভালোবাসা মিথ্যে ছিলো না..!😅💔🌿

আমার সবচেয়ে বড় আফসোস এটাই যে আমি সবসময় ভুল মানুষের জন্য আর ভুল জায়গাতে নিজের সবটা বিলিয়ে দিয়েছি। যেখানে কিনা আমার কোন মূল্যই ছিলোনা!😅💔🌿

ভুল মানুষকে ভালোবেসে,, জীবন ধ্বংস
করে দেওয়ার নামই হচ্ছে আজ
কালের মানুষ..!😅💔🌿

ভুল মানুষটাকে এতোটা গভীরভাবে
ভালোবেসেছি যে, এখন আমি
নিজেকেই হারিয়ে ফেলেছি.।🥺💔

ভুল তো মানুষেরই হয়.মার না হয় ভুল
হয়েছে তোমাকেভালোবেসে.😅💔🌿

আমি ভুল করে একটা ভুল মানুষকে!
ভালোবেসেছিলাম!
তাকে ভুল করে ভালোবেসে!
এখন আমি ভুলের মাশুল দিচ্ছি!💔😅

ভুল মানুষকে ভালোবাসা নিয়ে স্ট্যাটাস

ভুল মানুষের জন্য পাগলামি করতে করতে
জীবন টা আজ এলো মেলো.হয়ে গেছে ..!!😅

ভুল জায়গাই ভুল মানুষের জন্য. আমি
নিজেকে খুব ভয়ানক ভাবে নষ্ট করেছি..! 😅

ভুল মানুষকে ভালোবেসে জীবনের সব সুখ নিজের হাতেই শেষ করে দিছি..!

একদিন আমিও কাউকে
ভালো বেসে ছিলাম কিন্তু
সে ভুল মানুষ ছিলো 😅💔

ভুল মানুষের মায়ায় পড়ছিলাম
এখন তো তাকে ভুলতেই পারছি
না…..!! 😅💔

আজ ভালোবাসি কাল ভুলে যাবো, এমন ভালোবাসা আমি বাসি না, আমি তোমাকে ভালোবাসি মানে, মৃত্যুর আগ পর্যন্ত
ভালোবাসবো।♥️🌿♌

মানুষ ভুল মানুষের প্রেমে পরবেই হোক
সেটাপ্রথম ভালোবাসা, কিংবা দ্বিতীয় ভালোবাসা…!❤️‍🩹☺️

ভুল মানুষকে ভালোবেসে বুঝলাম!
ভালোবাসা শুধু নামেই সুন্দর!
কিন্তু বাস্তবে! এটা কাটার মত
বিধে থাকে হৃদয়ের গভীরে 😅

আমি সারাজীবন বলবো একটা মানুষকে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম,,
কিন্তু সে সবসময় আমাকে ভুল বুঝে গেলো 😥

পড়ে বুঝলাম আমার ধারণা ভুল ছিল, আমি
যারে প্রিয় মানুষ ভাবি তারও আবার
প্রিয় মানুষ আছে!😅

মানুষ পৃথিবীর সবকিছু ভুলে গেলেও
কখনো তার প্রমাণ ভালোবাসার
মানুষটিকেভুলতে পারেনা…. 😅💔😔

যে ভালোবাসতে জানে সে ভালোবাসার মানুষ এর
জন্য সবকিছুই ছাড়তে পারে:)😅

হয়তো ভুল করেছি, কিন্তু ভালোবাসা ছিলো সত্যি। তুমি ক্ষমা করে দিলে, আবারও প্রমাণ করবো সেই ভালোবা😅সা। তারপরো আমার সাথে রাগ করে থেকে না..!!

ভুল মানুষকে ভালোবেসে,আমি নিজেরে
খুব যত্ন করে ঠকাইছি..!😅💔

জীবনে প্রথম ভুল ছিল তোমার সাথে পরিচয় হওয়া…!!দ্বিতীয় ভুল ছিল তোমাকে ভালো লাগা..আরতৃতীয় ভুলটা আমি ইচ্ছা করে করেছিলাম..সেটা হচ্ছে নিজের চেয়েও
বেশি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম😅

আমিও প্রেমে পড়েছিলাম, আমিও কাউকে ভালোবেসেছিলাম…!!ভুল
মানুষের সাথে😅💔

আমিও কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম…!!আমিও কারো জন্য চোখের
পানি ফেলেছিলাম, তবে সেটা ভুল
মানুষের জন্য…!!😅💔

আমি যদি ভুল হই তাহলে…………. ছুড়ে ফেলে দিও না, তুমিই তো বলেছিলে ভালোবাসা মানে শুধু ঠিক মানুষই নয় ভুল মানুষকেও ঠিক করে ভালোবাসা যায়..😅

সময় পেলে ভেবে দেখো…
দিনর শেষে কি পেলে
আমাকে ভুল বুঝে সত্যিই
কি খুশি হলে😅💔

ভুল মানুষকে ভালোবাসা নিয়ে কবিতা

কবিতা ১: জীবন খাতা


সব হারিয়ে নিঃস্ব আমি
আজকে পথের শেষে,
জীবন আমার এলোমেলো
ভুল মানুষকে ভালোবেসে।
যাকে আমি আপন ভেবে
দিলাম মনের চাবি,
তার কাছে তো মিথ্যে ছিল
আমার সকল দাবি।
এখন আমি ভাসছি একা
চোখের জলের স্রোতে,
শিক্ষা পেলাম আপন হয়েও
পর হতে হয় কি করে।

কবিতা ২: অসময়ের শিক্ষা


যাকে ভাবি আপন ভীষণ
সে তো আমার নয়,
ভুল মানুষকে আঁকড়ে ধরে
কাটলো সময়, হলো যে ক্ষয়।
সবটুকু মন দিলাম উজার
বিনিময়ে কী পেলাম?
ভুল মানুষকে ভালোবেসে
শেষে একাই রয়ে গেলাম।

কবিতা ৩: ভুল ঠিকানায় চিঠি


​কাঁচকে আমি হীরা ভেবে
রেখেছিলাম বুকে,
ভুল মানুষকে বাসলে ভালো
থাকবে না কেউ সুখে।
​সব দিয়েছি, তবু দেখো
শূন্য আমার হাত,
ভুল মানুষকে ভালোবেসে
কাটছে দুঃখের রাত।

অপশন ৪: অভিমানী সুরে


​বুকের ভেতর যত্ন করে
ঘর বানালাম যার,
ভাবিনি তো কোনোদিনও
মন ভাঙবে আমার।
​আপন ভেবে সবটুকু প্রেম
যাকে দিলাম ঠাঁই,
দুঃসময়ে দেখি পাশে
সেই মানুষটি নাই।

ভুল মানুষকে ভালোবাসা নিয়ে কিছু কথা

ভুল মানুষের জন্য কত কিছুই না করলাম…কত চোখে জল নষ্ট করলাম, তার জন্য কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, প্রতিরাতে চোখের জলে বালিশ ভিজিয়েছি, যেন আমি খুব বোকা ছিলাম তোমায় চিনতে ভুল করেছি, তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলে না এত ভালোবাসা পাওয়ার পরেও যে মানুষটা অন্য কারো ভালোবাসা পাওয়ার লোভ করে, আর যাই হোক সে মানুষটা কখনো কাউকে মন থেকে ভালবাসতে পারে না!😅💔

যতদিন বেঁচে আছি”
ভুলতে পারবো না তোমায় ভুলতে পারবো না তোমার নাম তোমার ওই মায়াবী মুখটা তোমার সাথে কাটানো সময় গুলো আর তোমার স্মৃতি গুলো..??

” কাউকে বেশি দিন মনে রাখো না….”যার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই মনে রাখে…প্রয়োজন ফুরালে যে একদিন আপন ছিল সেও অচেনা হয়ে যায়,সময়ের সঙ্গে,সঙ্গে, মানুষগুলো ও “মুছে যায় চিরতরে…!!😅🥀💔

আমি হঠাৎ-ই রিয়েলাইজ করলাম, আমি কখনো কোনোদিন মানুষ চিনিনি! কখনো বন্ধু হিসেবে বা পছন্দের মানুষ হিসেবেও ঠিক মানুষকে চুজ করতে পারিনি! এখন পর্যন্ত আমার বেস্ট এফোর্ট যাদের জন্য দিয়েছি তারা সবাই আমাকে নিঁখুত ভাবে বুঝিয়ে দিয়েছে আমি তাদের কেউই নই!
২০টা বছরে আমি একটা ঠিক মানুষ চুজ করতে পারলাম না!🙂💔

শেষ কথা

তো যাইহোক আজকের মত এখানেই শেষ করছি। সবশেষে একটাই কথা আমাদের অবশ্যই কাউকে ভালোবাসার আগে জেনে শুনে বুঝে যাচাই করে তারপর ভালোবাসা উচিত। কারণ একবার ভুল মানুষের সঙ্গে আপনি যদি জড়িয়ে যান তাহলে সারাটা জীবন আপনার কষ্ট ভুগতে ভুগতেই কাটাতে হবে। ওই যে একটা প্রবাদ আছে না, যে সারাটা জীবন নিঃসঙ্গতায় কাটুক তবুও জীবনে কোন ভুল মানুষ না আসুক।

ভুল মানুষকে ভালোবাসা নিয়ে উক্তি, স্ট্যাটাস আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে আমাদের ওয়েবসাইটের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অন্য পোস্ট পড়ুন 👇

বিশ্বাস নিয়ে উক্তি স্ট্যাটাস

বাংলা ক্যাপশন ফেসবুকের ছবির জন্য

অভিনয় নিয়ে ক্যাপশন স্ট্যাটাস

অহংকার নিয়ে উক্তি স্ট্যাটাস

পরিবারের বড় ছেলে নিয়ে কষ্টের ক্যাপশন