মায়া নিয়ে উক্তি:মায়া একটি ছোট শব্দ হলেও এর গভীরতা অনেক। মানুষ, সম্পর্ক আর ভালোবাসার ভিতর মায়া লুকিয়ে থাকে। কেউ স্মৃতিতে মায়া খুঁজে পায়, কেউ চোখে, কেউ ব্যবহারে। তাই অনেকেই গুগলে মায়া নিয়ে উক্তি বা মায়া নিয়ে স্ট্যাটাস সার্চ করে নিজের মনের ভাষা খুঁজে বেড়ায়।
২০২৫ সালে সোশ্যাল মিডিয়ায় মায়া নিয়ে ক্যাপশন খুব ট্রেন্ডিং। মানুষ নিজের অনুভূতি এক লাইনের মধ্যেই প্রকাশ করতে চায়। হৃদয়ছোঁয়া মায়া নিয়ে ক্যাপশন ও বাংলা স্ট্যাটাস তাই এখন খুব চাহিদাসম্পন্ন।
এই পোস্টে থাকছে এর সেরা মায়া নিয়ে উক্তি, স্ট্যাটাস ও ক্যাপশন। প্রতিটি লাইন আপনাকে ছুঁয়ে যাবে, আর আপনি চাইলে এগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম বা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।
মায়া নিয়ে উক্তি
মায়া আর মুগ্ধতা মাকড়সার জালের মত
একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন -রবীন্দ্রনাথ ঠাকুর
অনেক সময় মানুষ ভালোবাসে না, শুধু মায়ায় বেঁধে রাখে।
— সেলিনা হোসেন
মায়া কখনো জোর করে হয় না, এটা তো একরকম আত্মার আত্মীয়তা।
— জীবনানন্দ দাশ
মায়া এমন এক জিনিস, যা না চাইতেই মনে বাসা বাঁধে।
— হুমায়ূন আহমেদ
মায়া এমন এক জিনিস, যা মানুষকে ত্যাগ করতে শেখায় কিন্তু ভুলতে শেখায় না।
মায়া কখন কাকে ঘিরে ধরে, সেটা বোঝা যায় না — কিন্তু একবার জড়িয়ে গেলে ছাড়তে কষ্ট হয়।
যার প্রতি মায়া জন্মায়, তার দোষও মধুর লাগে।
— বুদ্ধদেব গুহ
মায়া এমন এক ধরণের বন্ধন, চোখে দেখা যায় না, কিন্তু মন আটকে রাখে।— কাজী নজরুল ইসলাম
মায়া না থাকলে মানুষ দূরে যায়, আর মায়া থাকলে ভুল মানুষকেও ভোলা যায় না।”
— জীবনানন্দ দাশ
যে মানুষটা কষ্ট দিল, মায়া এখনো তাকে ভুলতে দেয় না।
— সুনীল গঙ্গোপাধ্যায়
মায়া জিনিসটা বড় বেহায়া,যার উপর এইবার পরে যায়, সে যতই অবহেলা করুক না কেন, তাকে ছারা কখনো ভালো থাকা যায় না,,,,! 🥰🥀❤️
কথা না বললেই মায়া বাড়ে, তবে কথা না বললে কখনো মায়া কমে যায় না,..”
তার বলা প্রত্যেক টা কথা আমার প্রতি মুহূর্তে মনে পরে।😔😅
সব মায়া ভালোবাসা নয়, কিন্তু সব ভালোবাসার মধ্যে একধরনের মায়া থাকে। মায়া না থাকলে সম্পর্ক শুধুই দায়িত্ব, ভালোবাসা সেখানে নিঃস্ব হয়ে যায়।
যার প্রতি মায়া জন্মায়, তার প্রতি রাগও ধরা দেয় না সহজে। এমনকি সে কষ্ট দিলেও, তার একটুখানি হাসি সব ব্যথা ভাসিয়ে নিয়ে যায়।
মায়া এমন এক জিনিস, যা ভাঙে না, মুছে যায় না, শুধু নীরবে রয়ে যায়— পুরোনো চিঠির মতো, স্মৃতির পাতায় জমে থাকা ধুলোর মতো।
মায়া যদি কারও প্রতি একবার গড়ে ওঠে, তাহলে তার অভাব আর কখনো পুরোপুরি পূরণ হয় না। প্রতিটা ফাঁকা সময়ে, সেই মানুষটার ছায়া ভেসে ওঠে।
মায়া কখনো বাধা দেয় না, তবুও আটকে রাখে। সে চিৎকার করে না, তবুও মনের ভেতর এক নিঃশব্দ ডাক ফেলে যায় প্রতিনিয়ত।
জীবনের সবকিছু ভুলে যাওয়া যায়, কিন্তু কিছু কিছু মায়া আজীবন মনে গেঁথে থাকে। তারা হারিয়ে যায় না, শুধু অবস্থান বদলায়— হৃদয় থেকে নিঃশ্বাসে।
মায়া নিয়ে শর্ট ক্যাপশন
মায়া কখনো সত্য মানে না…!
তাই এটি কষ্ট দিয়েও ভালোবাসতে শেখায়…!🥀❤️
মায়া এমন একটা জিনিস, কাউকে একবার ভালো লেগে গেলে তাকে ভুলে যাওয়া খুব কঠিন হয়ে যায়।🥀❤️💕
যাকে মায়া করি, তার ছোট্ট কষ্টটাও আমাদের মনটা ভেঙে দেয়।❤️🥀
মায়া থাকা মানে সব সময় তার কথা ভাবা, তার খোঁজ নিতে মন চাওয়া।💕🥀❤️
মরারメজন্যメবিষメলাগেনা,একজনেরメমায়ায়メপরেメদেখো,তারメঅভাবেই メমারাメযাবে।😭💔🥀
সব সম্পর্ক ভালোবাসার হয় না, কিছু কিছু সম্পর্ক শুধু মায়ায় গড়ে ওঠে।😅💔🥀
যার সঙ্গে মায়া হয়ে যায়, তার কাছে বারবার ফিরে যেতে মন চায়, শত কষ্ট থাকলেও।💕❤️🥀
মায়া এমন এক অনুভব, চোখে দেখা যায় না, কিন্তু মন দিয়ে গভীরভাবে টের পাওয়া যায়।😍💓
মায়া কখনো মানুষকে দূরে থাকতে দেয় না, হাজার বাধা থাকলেও মন ছুটে যায় তার কাছেই।💕😍💏
কিছু মানুষ আমাদের জীবনে আসে, থেকে যায় না, কিন্তু মায়া রেখে যায় সারাজীবনের জন্য।💕💓
মায়া থাকা মানে তাকে ভুলে গেলেও, তার ছোট্ট কিছু সব সময় মনে পড়ে যায়।🥀🌼
কেউ কেউ চলে যায় ঠিকই, কিন্তু তাদের প্রতি মায়া মনে গেঁথে থাকে চুপচাপ।🥀❤️
অদ্ভুত༏༏ ছিল༏༏ভালোবাসা,নিখুঁত ༏༏ছিল ༏༏অভিনয়,মায়াবতী ༏༏আমার༏༏ নয়,তবুও ༏༏কেনো ༏༏এত ༏༏মায়া༏༏ হয়।💔😅♡メᥫ᭡
মায়া এমন একটা জিনিস,একবার কারো জন্য হলে,
সে কষ্ট দিলেও ভুলতে ইচ্ছে করে না।🥀🌼❤️
যাকে মায়া করি,
তার ছোট্ট কষ্ট দেখলেও মনটা ভেঙে যায়…
নিজের ব্যথাও তখন তুচ্ছ মনে হয়।🥀🌼💓
মায়া থাকা মানে,চাইলেও দূরে থাকা যায় না,
মন বারবার খুঁজে ফেরে তার ছায়া…💕💓🌼
সব ভালোবাসা মায়া নয়,
কিন্তু মায়া ছাড়া কোনো ভালোবাসাও টিকে না…💕💓🌼
মায়া নিয়ে ফেসবুক ক্যাপশন
কিছু সম্পর্ক থাকে,যেখানে প্রেম হয় না,
শুধু একরাশ মায়া জমে ওঠে।🥀❤️💔
অতিরিক্ত মায়া,
-এক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।🥀💔
-কিছু কিছু সম্পর্ক শুধু মায়ায় টিকে থাকে। যেখানে দায়িত্ব থাকে না, ভালোবাসাও থাকে না।💔🥀😅
ভালোবাসার মধ্য অদ্ভুত এক মায়া আছে, ক’ণ্ঠ পেলে ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না!💔❤️🥀
মায়া দিয়ে যাকে বেঁধে রাখতে পারোনি,
তাকে কখনো সম্পর্ক নিয়ে বাঁধতে যেও না।
সে মায়ার সুযোগ নিয়ে ইচ্ছামতো ঠকিয়ে চলে যাবে।💔😅🥀
মায়া༎নামক༎ভয়ংকর ༎রোগে ༎আসক্ত ༎হয়েছিলাম༎ আমি, তাই ༎তো ༎পাবো ༎না༎ জেনেও, তাকে ༎আজও ༎ভালোবাসি।🥀❤️💕
ভালোবাসা এমন এক মায়া,
যা একবার কারোর উপর পড়লে,দিন দিন সেটা বাড়তেই থাকে।😅🥀💕
নতুন ༎কারো༎প্রেমে ༎পড়লে ༎তাকে ༎ভোলা༎ যায়,কিন্তু ༎নির্দিষ্ট ༎কারোর ༎মায়ায় ༎আটকা ༎পড়লে ༎তাকে ༎আর ༎কোনদিন ༎ভোলা ༎যায় ༎না।😅💔❤️
কারোর প্রতি যদি মায়া বেশী হয়ে যায়,তাহলে সে আবেগের সুযোগ নিয়ে ইচ্ছামতো ঠকিয়ে চলে যাবে।🥀😅💔
ভালোবাসা এমন এক মায়া,
তুমি যতদূরে যাবে ততোই কাছে টানবে,
যতই ভুলে যাবে তাই মনে পড়বে।🥀❤️
আর যতটুকু হাসবে তার চেয়ে বেশী কাঁদবে।💔😅🥀
মায়া বাড়লে অভিমানও বেড়ে যায়,
তাই যে অভিমান বোঝে না, তার প্রতি মায়া বাড়াতে নেই।❤️🥀
মায়া বড় অদ্ভুত জিনিস…|||
আমরা কারো সাথে কথা বলতে বলতে মন দিয়ে ফেলি, ভালোবেসে ফেলি, সম্পর্ক’টা অনেক টা গভীরে চলে যাই, আর এটা কেন হয় জানেন,,, আমরা গভীরভাবে কারো মায়ায় পড়েই যাই।🥀❤️💕
মায়া এমন একটা অদ্ভুত জিনিস নিজের অজান্তে কখন যে কার উপর হয়ে যায়,সেইটা কেউ বলতে পারে না, আর এই মায়ার কারণে আমরা অতিরিক্ত কোন কিছু প্রিয় মানুষটার কাছে থেকে আশা করে ফেলি, আর প্রিয় মানুষটা আমাদের অতিরিক্ত ভালোবাসা গুলোকে বিরক্ত মনে করে অবহেলা করে।🥀💔😅
আমাদের প্রিয় মানুষটাকে কখনো বুজাতে পারি না, যে তার কতটা মায়ায় পড়ে গিয়েছি কতটা ভালোবাসি,,, মনে রাখবেন অতিরিক্ত ভালোবাসা সবাই হজম করতে জানে না।💔🥀😅
ভালোবাসায় এমন একটি মায়া কাজ করে……!
যেখানে ভিন্ন নারীতে ভিন্ন মায়া কাজ করে…..!
সত্য কিছু সময় ব্যথা দিতেই পারে….!
তবে মায়াতে থাকা মিথ্যা ক্ষতি করতে পারে..!🥀😍
নিজেকে মায়ার পিছনে লুকিয়ে রাখা মানে হলো পিছনে পড়ে থাকা।❤️🥀
কার ༎-জন্য ༎-এতো ༎-মায়া,
এই ༎-শহরে ༎-আপন ༎বলতে-༎ শুধুই ༎-নিজের ༎-ছায়া..!🥀❤️
মায়া যত গভীর হয়…!
বিদায়টা তত বেশি কষ্টের হয়ে যায়..!🥀💔😅
চোখের পাতায় স্বপ্ন জমা,অন্তরে বিচ্ছেদের যন্ত্রণা, শখের মানুষ নিজেও জানে না,কতো টা ভয়ংকর তার মায়া।🥀💔😅
যার ༎-জন্য ༎-একবার ༎
-হৃদয়ে ༎-মায়া ༎-জমে, তাকে-༎ ছাড়া ༎-পুরো ༎-পৃথিবী ༎-শূন্য ༎-লাগে…!💔😅😍
কেউ কেউ জীবনে এসে মায়া রেখে যায়,
নিজে থেকে যায় না,তবুও প্রতিদিন মনে পড়ে।🥀💕
চলে যাওয়া সহজ,কিন্তু মায়া ফেলে যাওয়া যায় না…
সেই মায়া আমাদের আটকে রাখে।😍💕🥀
মায়া এমন এক অনুভব, চোখে দেখা যায় না, কিন্তু মন দিয়ে গভীরভাবে টের পাওয়া যায়।❤️🥀
মায়া কখনো মানুষকে দূরে থাকতে দেয় না, হাজার বাধা থাকলেও মন ছুটে যায় তার কাছেই।🥀❤️💏
কিছু মানুষ আমাদের জীবনে আসে, থেকে যায় না, কিন্তু মায়া রেখে যায় সারাজীবনের জন্য।🥀💔💕
মায়া থাকা মানে তাকে ভুলে গেলেও, তার ছোট্ট কিছু সব সময় মনে পড়ে যায়।🥀💕❤️
মায়া নিয়ে স্ট্যাটাস
কারো ༎ মায়ায়༎পড়ার ༎সহজ,কিন্তু ༎মায়া ༎থেকে༎ বের ༎হওয়া ༎অনেক ༎কঠিন।💔😅
জীবনে সবকিছু ছেড়ে দেওয়া যায়।
কিন্তু মায়া আর ভালোবাসা ছেড়ে দেওয়া যায় না।💔🖤
তোমার মায়ায় না পড়লে আমি,কখনোই জানতাম না, আমি মানুষটা কতটা অসহায় তোমাকে ছাড়া।❤️🩹
মায়া সবার প্রতি আসে না আর যার প্রতি আসে সে বুঝো না এইটাই বাস্তবতা 😭😭😭
ভুল করে আপনার মায়ায় পড়ছিলাম ‘!
তার জন্য ক্ষমা চাই!! আপনি যে এত দামি মানুষ”!
_আমি আগে জানতাম না “!!😅💔😅
মায়া-༏༏জিনিসটা-༏༏ খুবই-༏༏ মারাত্মক,
তবে-༏༏ চেহারার-༏༏ মাইয়ার ༏༏-থেকে ༏༏
কথার ༏༏-মায়া ༏༏-অনেক ༏༏-বেশি༏༏ মারাত্মক।💔🥀
_মায়াবতী..!!
তোমাকে দেখি না আজ বহু দিন..!!
কিন্তু তোমারে আরেক টা বার দেখার ইচ্ছা..!!
হয়তো মিটবো না কোনদিন..!!❤️🩹🤕
দিন দিন মায়া বাড়ছে আপনার প্রতি,
জানিনা কি হবে এর শেষ পরিনতি।😅💔
তুমি হলে আমার সেই মায়া, যে মায়া শেষ হওয়ার আগে আমার জীবনটাই শেষ হয়ে যাবে..!🌸😇
ছায়া-༎কখনো ༎-ছেড়ে ༎জায়না।-আর ༎-মায়া ༎কখনো-༎ শান্তিতে ༎-ঘুমাতে ༎-দেয়া ༎-না।😅💔 🥀
মায়া হল এমন একটা বন্ধন,
যেটা ছাড়তে গেলে হৃদয় কাঁদে।💔🥀😅
মায়া কখনো শেষ হয় না,শুধু সময়ের সাথে নিরব হয়ে যায়।😅🥀💔
»̶̶͓͓͓̽̽̽⑅⃝✺ স্বার্থের এই দুনিয়ায় মায়ায় পড়া বারণ,সুন্দর জীবন নষ্ট হয় মায়া তার কারণ।😅❤️🩹🥀
যোগাযোগ ফুরায়, অধিকার ফুরায়-
ফুরায়; শুধু ফুরায় না কিছু মানুষের প্রতি মায়া.!😞❤️
মায়া সে তো বড় অদ্ভুত জিনিস,না দেয় ভালো থাকতে, আর না দেয় দূরে থাকতে।💔😅
মায়া নিয়ে ক্যাপশন
শূন্যতার শহরে অপূর্ণতার ছায়া..!!🖤
যতোই তুমি বদলে যাও…!
ফুরাবে না তোমার মায়া..!!🥀🖤😅
অল্প বয়সে গল্প লেখি,লিখি হাজারো কবিতা,😅💔চোখ দুইটা বন্ধ করলে,বেসে উঠে তার মায়াবী ছবিটা,,,,😅🥀💔
মায়া জিনিসটা কিছুটা অসুখের মতো,
যেটা সারাদিন ভুলে থাকতে পারলেও ,রাতে ভুলা যায় না।😅💔
সু’ সম্পর্কের ༏༏রং༏༏বদলে ༏༏গেলেও,ভালোবেসে ༏༏ঘৃণা༏༏ জন্মায়নি,তবে ༏༏তাঁর ༏༏উপর ༏༏থেকে ༏༏মায়া ༏༏উঠে༏༏ গেছে, দ্বিতীয়বার ༏༏মনই ༏༏বসেনি…!!
শখের মানুষের ছবি দেখে.!!
কান্না করে দেওয়া মানুষগুলোই জানে
মায়া কতটা ভয়ংকর.!!♥️♥️
⎯⃝🩵 ⎯⃝🌺যদি ভেঙে যায় মন-!
কান্না করি সারাক্ষণ-!
ছিলো তার প্রতি অনেক মায়া-!
কিন্তু সে বেসেছিল মিথ্যা ভালোবাসা।⎯⃝🩵 ⎯⃝🌺
ওহে মায়াবতী…!
আমি পাগল হলাম তোমার চোখের মায়ায়…!
আর তুমি পাগল হলে অন্য পুরুষের হাতের ছোঁয়ায়…!😅💔🥀
পৃথিবীর সবচেয়ে ভয়ংকর জীবানু হলো মায়া,
যা মানুষকে তীলে তীলে কষ্ট দিয়ে মারে.! 💔😥
ড্রাগস নয়! 🖤
পৃথিবীর সবচেয়ে বাজে নেশা হচ্ছে,😅
মানুষের প্রতি মানুষের মায়া।❤️🩹😅💔
চোখের পাতায় স্বপ্ন জমা,অন্তরে বিচ্ছেদের ছায়া,💔
শখের মানুষ নিজেও জানে না,কতটা ভয়ংকর তার মায়া।💔🥺❤️🩹
মায়া নিয়ে ক্যাপশন ইংরেজি
⎯⃝🩵 ⎯⃝🌺If my heart breaks-!
I cry all the time-!
I had a lot of affection for him-!
But he loved false love.⎯⃝🩵 ⎯⃝🌺
The shadow of imperfection in the city of emptiness..!!🖤
No matter how much you change…!
Your illusion will never end..!!🥀🖤😅
I wrote stories at a young age, I wrote thousands of poems, 😅💔When I close my eyes, I see his magical image,,,,😅🥀💔
Not drugs! 🖤
The worst addiction in the world is,😅
Human affection for humans.❤️🩹😅💔
Dreams are stored in the eyelids, the shadow of separation in the heart, 💔
Even the person in love doesn’t know how terrible his illusion is. 💔🥺❤️🩹
The most dangerous organism in the world is Maya, which kills people with pain and suffering.! 💔😥
In this world of self-interest, do not fall into illusion, because illusion destroys a beautiful life.🥀💔😅
If I hadn’t fallen under your spell, I would never have known how helpless I am without you. ❤️🩹
My love for you is growing day by day, I don’t know what the end result will be.😅💔
শেষ কথা
মায়া নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এইরকম যে কোন একটা ক্যাপশন কবিতা ছন্দ পিকচার পেতে হলে আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন। কেননা আমরাই আপনাদের জন্য খুবই আকর্ষণীয় ও ইউনি ক আর্টিকেল লিখে থাকি। এতক্ষণ ধরে আমাদের এই আর্টিকেলের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম!
অন্য পোস্ট পড়ুন: