১০০+ ভালোবাসার কষ্টের স্ট্যাটাস | valobasar koster status

ভালোবাসার কষ্টের স্ট্যাটাস বাংলা আর্টিকেলে আপনাকে স্বাগতম । আপনি নিশ্চয়ই আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছেন। নিজেকে সান্তনার দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে ভালোবাসার কষ্টের স্ট্যাটাস, মেসেজ খুজতেছেন। আর খুঁজতে হবে না আমরা আপনাদের জন্য সেরা বাছাইকৃত ভালোবাসার কষ্টের স্ট্যাটাস নিয়ে এই আর্টিকেলটি সাজিয়েছি। আশা রাখছি এই ভালোবাসার কষ্টের স্ট্যাটাস গুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে।

ভালোবাসার কষ্টের স্ট্যাটাস

ভালোবাসার কষ্টের স্ট্যাটাস

সকল দুঃখেরই শেষ হয়।

কিন্তু তাহার দাগ অন্তর হইতে মোছে না!🥺💔

–তুমি নাহ থেকেও,

মনে থাকলা,ভাবনায় থাকলা,মস্তিষ্কে থাকলা,

–অস্তিত্বে থাকলা,আবার নামাজের মোনাজাতেও থাকলা!!

থাকলা নাহ শুধু আমার হয়ে! 💔

সবশেষে আপনি থাকলেন নাহ্,

      শুধু থেকে গেলো আপনাকে…..

 না পাওয়ার আফসোস😕😳

আর আপনার থেকে পাওয়া দুঃখ.!😓💔

প্রশ্ন একটাই ;

তুমি আমার বুকে মিশে অন্যের হইলে কিভাবে …?

💔😥

ঠিক ততটাই ভালো থেকো,

যতটা ভালো থাকলে……

আমাকে আর মনে পড়বে না 😅💔

তুমি থেকেও না থাকার মতো ছিলে অথচ আমি ভেবেছি তুমি আমার💔

ভালোবাসার কষ্টের স্ট্যাটাস

যে চাঁদকে হাজার মানুষ চায়,,

     সেই“চাঁদ“কিভাবে“বুঝবে…..

 একটি তারার মূল্য..! 💔🥀

হারাইতে দিয়েন না, ভালোবাসার মানুষ হারানোর যন্ত্রণা, আমার মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন ভয়ংকর যন্ত্রণা😓💔

ব্যথা পকাশ করার পরেও

তুমি ব্যথা দিলে এই কথা আমি বলবো কাকে।🥲

রাগ অভিমান করার ছেলেটাও আজ নিস্তব্ধ হয়ে গেছে কোন এক মায়াবতীর মায়ায় পড়ে..!😅

যার জন্য হাসতে চেয়েছিলাম

সে আজ দু’চোখ ভরা কান্না উপহার দিয়ে গেল..!😅💔

আমি তোমার থেকে নিজেকে

এতটাই সরিয়ে নিবো যেনো আমার

অভিমানও তোমাকে স্পর্শ না করে..🥺🥀

তোমাকে পাওয়ার যুদ্ধে নেমেছিলাম কিন্তু যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখলাম শক্র পক্ষের রানী তুমি..!😅💔

আমি তোমাকে আজীবন মনে রাখবো একজন প্রতারক হিসাবে,বেঈমান সাথী।😅💔

আমি তোমার থেকে নিজেকে

এতটাই সরিয়ে নিবো যেনো আমার

অভিমানও তোমাকে স্পর্শ না করে..🥺🥀

valobasar koster status

নারী তুমি নিজেও জানো না” 🙂

তোমার মায়া কতটা ভয়ংকর! ❤️‍🩹🥀

তুমি আমার গোপন দুঃখ –

বুক ফাটা হাহাকার তুমি আমার

হৃদয়ের অসুখ প্রচন্ড এক আত্ন –

– চিৎকার “”! 😒❤️‍🩹

ভালোবাসা বলতে এই পৃথিবীতে কিছু নেই সব মিথ্যে অভিনয়।

দেহ পাগল ছেলেরাই…..

ভালোবাসায় জিতে যায়, 

হেরে যায় বিশ্বস্ত মায়ায় পড়া মানুষগুলাই 😅💔

ইচ্ছের বিরুদ্ধে গিয়েও বাঁচতে শিখেছি

হ্যাঁ. আমি আমার ভালোবাসার মানুষের পাশে

অন্য কাউকে দেখার যন্ত্রণাও সহ্য করেছি! 😥

বাস্তবতার কাছে হেরে গেছি!

হ্যা আমি আমার শখের নারীকে অন্যের সাথে হাসতে দেখেছি 😅💔

স্বর্গীয় হয়েই থাকুক উত্তপ্ত এই বুকে

তুমি নামের এক বিরাট অসুখ !!😅💔

যে মসজিদে তোমাকে চেয়ে ছিলাম…!

সে মসজিদে আজ তোমাকে,,

ভুলে যাওয়ার দরখাস্ত দিয়ে আসলাম..!! ❤️‍🩹

মনে নয় লিখে রাখিস,,

     __জীবনে“অনেক“মানুষ“পাবি,

কিন্তু তোকে আমার মতো গুরুত্ব দিবে•••

     এমন মানুষ খুঁজে পাবি না..😅💔

বহু দিন…!

পার হলো দেখিনি তার ছায়া,

ভালোবাসা কঠিন জিনিস

ভয়ংকর তার মায়া….!💔😔

আমি হারিয়ে গেছি,,

        আমাকে নিয়ে ভেবো`না….

মুচকি হেসে বলে দিও,

       ছেলে`টা পাগল ছিলো..!!😅💔

গল্পটা এমন নয় যে,

    ___চাওয়ার“মানুষের“অভাব“ছিল,

গল্পটা এমন যে,

        আমি যাকে চেয়েছি….

 সে আমায় চায়নি!!😅🥺💔

তোমারে বুকে জরাইয়া ধরতে গিয়া

সারা জীবনের জন্য দুঃখরে জরাইয়া ধরলাম..!

তুমি আমায় এমন ভাবে তাড়িয়ে দিলে

যে মানুষ ভিক্ষুক কেও এভাবে খালি হাতে

ফেরায় না..!😅

valobasar koster status

ভালোবাসার কষ্টের স্ট্যাটাস

যে সুখের আশায় তারা আমাদেরকে ঠকায়…..

তারা কি সেই সুখটা কখনো পায়;!💔🥺

অন্তরে জ্বালা বাহিরে শীতলতা 

নিজেকে খুঁজি আয়নায় দেখি শূন্যতা 😅💔

আমি একজন ব্যর্থ মানুষ ,, যার সহস্রাধিক ইচ্ছে থাকা সত্ত্বেও মিলে না পূর্ণতা।😅

‘লোভী’

লোভ লালসার মানুষ কখনো যত্নে আটকায় না।🥲❤️

শেষের আঘাতের পর-

      আমি সৃষ্টিকর্তার নিকট…..

আর তোমাকে চাইনি।

       আমি চেয়েছিলাম ‘ধৈর্য’।😅💔

ওহে মায়াবতী,,!!

–সুন্দর ছিল তোমার ভালোবাসা,

–নিখুঁত ছিল তোমার অভিনয়,,,

–মায়াবতী তুমি তো এখন আমার নয়,

–তবে কেনো তোমার জন্য এত মায়া হয়।😅💔

তুমি বরং সুখী হও!

একটাই তো জীবন আমার…..

কেটে যাবে এদিক-ওদিক করে..!😔💔

হারিয়ে ফেলেছি সেই মুখ যে মুখের দিকে তাকালে পেতাম পৃথিবীর সমস্ত সুখ🙂🥰

আমি ছ্যাকা খাইনি আমি কোন একজন কে

গভীর ভাবে ভালোবেসে ঠকেছি!💔

যার কাছে সমস্ত কষ্টের কথা –

বলে তৃপ্তির স্বাধ গ্রহণ করতাম আজ

তার দেওয়াই কষ্টে এই হৃদয় ক্ষত

– বিক্ষত “!❤️‍🩹

হঠাৎ যদি কোনো কারন ছাড়াই….

    __আপনার“কান্না“চলে“আসে,

তাহলে বুঝে নিবেন…..

       আপনি আপনার আ”ত্মাকে””””

অনেক বড় দুঃখ দিয়ে ফেলেছেন!💔💘💔😭

তোমার মায়াবী চেহারা ভুলতে চাই,

ভোলার জন্য নেশায় ডুবে যাই, ওইখানেও আমি তোমাকেই পাই 😅💔

এমন কইরা হারাই গেলা যেমন কইরা কালবইসাগি ঝর আয়সা উরাই নিয়ে জাই গরিবের এক চালা টিনের ঘর‍💔🥲

হঠাৎ করে একদিন…..

    ভালোবেসে ফেলছিলাম,

সেই থেকে আজও…..

      ভালোবাসি তোমায়!❤️🌸🥺

মিলাইয়া নিও আমার মতো এত ধৈর্য নিয়ে কেউ কোনদিন তোমাকে ভালোবাসবে না💔😅

তাকে বুঝানোর সামর্থ্য আমার নেই তবুও আড়ালেই খুব ভালোবাসি🥺💔

ক্লান্ত শরীরে তোমার স্মৃতিগুলো মনটাকে আরো বিচ্ছিরী ভাবে ভেঙ্গে দেয়”😅💔

স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেলো, হলো না তারে পাওয়া , আমি ছাড়া সে ভালো থাক এটাই আমার চাওয়া 🥺💔

কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছি, এরকম বহুরাত এসেছে আমার জীবনে।😊💔

ভালোবাসার কষ্টের স্ট্যাটাস

এমন ভাবে বিচ্ছেদ হবে জানলে,

শেষবারের মতো হলে ও তোমার সাথে মন ভরে একবার কথা বলে নিতাম 💔😢

সবাই আকর্ষণ দেখে ভালোবাসে

যত দিন আকর্ষণ থাকবে

তত দিন এই ভালোবাসার মেয়াদ😅

চাইলেই ব্লক করে,

সম্পর্কটা শেষ করা যায়,

কিন্তু মায়া শেষ করা যায় নাহ্!💔😅

মরি বার আগে মরিয়া গিয়াছি, কেউ”

রাখিলো না খোঁজ,

ভালোবাসিয়া জিবন্ত লাস হইয়া,

বেঁচে আছি রোজ 😅❤️‍🩹🌸

আমার মৃত্যুর পরও তোমার অস্তিত্ব রয়ে যাবে আমার মাঝে, কারণ তোমাকে আমার আত্মা ভালোবেসেছিলো আর মৃত্যু তো হবে দেহের….?🥺

শেষ কথা 

ভালোবাসার কষ্টের স্ট্যাটাস গুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যেকোনো ধরনের স্ট্যাটাস ক্যাপশন কবিতার ছন্দ পিকচার রিলেটেড আর্টিকেল নিয়মিত আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করুন। আমরা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের মনের মতন কিছু দেওয়ার জন্য। এতক্ষণ ধরে এই ওয়েবসাইটে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অন্য পোস্ট পড়ুন:-

শখের নারী নিয়ে কষ্টের স্ট্যাটাস