cricket নিয়ে ক্যাপশন :আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কিন্তু লেখাটা ক্রিকেট নিয়ে। ক্রিকেট আমাদের কাছে শুধু একটা খেলা নয়, এটা হলো আমাদের আবেগ পাগলামি আর ভালোবাসা! আমাদের টিমের খেলা যখন শুরু হয়, তখন মনে হয় মনে অন্য রকম আবেগ কাজ করে। আনন্দে বারবার মনে হতে থাকে আমরা জিতব আমরা জিতব। একটা ভালো শট দেখলে আমাদের মুখে হাসি ফোটে, আর যখন উইকেট পড়ে যায়, তখন বুকে একটা মোচড় লাগে।
এই যে জেতার পরে সবাই একসাথে চিৎকার করা বা হেরে গেলেও মন খারাপ নিয়ে চুপ করে থাকা এই সব অনুভূতিগুলো কোটি টাকা দিয়ে কেনা সম্ভব নয়। মন ভালো রাখার জন্য বা বন্ধুবান্ধব মিলে একসাথে সময় কাটানোর জন্য ক্রিকেট আমাদের জীবনে অনেক দরকারি। আমরা গ্যালারিতে বসে বা টিভির সামনে বসে যখন জার্সি পরে খেলা দেখি, তখন নিজেদের অজান্তেই খেলার অংশ হয়ে যাই।
বর্তমানে সোশ্যাল মিডিয়া আমাদের নিত্যদিনের সংগীত । আমরা অনেকেই এই ক্রিকেট নিয়ে আবেগপূর্ণ স্ট্যাটাস ক্যাপশন সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে চাই। আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের জন্য খুবই সুন্দর ও চমৎকার রেডিমেড কিছু ক্রিকেট নিয়ে লেখা সাজিয়েছি, আশা রাখছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
cricket নিয়ে ক্যাপশন
মানসিক শান্তির জন্য মায়াবতী নয়, আমাদের ক্রিকেটেই যথেষ্ট.. 🫶🏏
মাইয়া মানুষের মায়া ত্যাক করতে পারবো কিন্তু ক্রিকেটের মায়া কখনো ত্যাক করতে পারবোনা আই লাভ ক্রিকেট☺️😊🏏🥀🏏🏏
প্রেম না করে cricket খেলুন,
ধোকা নয়, শান্তি পাবেন।🙂🏏
দুই লাইন ক্যাপশনে ক্রিকেট খেলার ভালোবাসা বোঝাতে পারবো না, ক্রিকেট আমার আবেগ ক্রিকেট আমার ইমোশন,,I love you Cricket.🏏🥰
ক্রিকেট শরীরকে ক্লান্ত করে,
গায়ের ঘাম ঝরায়, কিন্তু মনকে নয়…
এইজন্যেই Cricket এর প্রতি এতো ভালোবাসা রয়।”🏏🏏
নেশা যদি হয় cricket তাহলে আমি
সেই নেশায় নেশাগ্রস্ত হতে চাই🏏😘🥀
আমার কাছে ক্রিকেট একটিসাধারণ খেলা এটিকে যথাসম্ভবসাধারণ রাখার চেষ্টা করুন শুধু মাঠেনামুন এবং খেলাটা উপভোগ করুন🥀☠️
আমার কাছে মনে হয়, ক্রিকেটে বয়স কোনো বিষয় নয়, যদি আপনার দক্ষতা থাকে, আপনি খেলা চালিয়ে যেতে পারবেন🤟
🎀🏏”আমি বলি না আমি ভালো
খেলি তবে ক্রিকেট-কে অনেক ভালোবাসি…!🫶🏻🖤
একজন মানুষ ক্রিকেট কে তখনেই ভালোবাসে।
যখন সে ক্রিকেট খেলা ভালো খেলতে পারে।🏏🌺
🏏🥰ভালো লাগার নাম যদি
ভালোবাসা হয় তাহলে এই ক্রিকেট কে আমি ভীষণ ভালোবাসি।❤️🌹
কত কিছুই তো জীবনে আসলো
গেলো কিন্তু ক্রিকেট’টা রয়েই গেলো। 🏏🥺🖤🌸
শেষ হয়ে যায় বেলা🤭
তবুও শেষ হয় না আমাদের ক্রিকেট খেলা।☺
🏏যারা ক্রিকেট দেখে না ক্রিকেট
বুঝে না,মোট কথা ক্রিকেট নিয়ে যাদের
কোন মাথা ব্যথা নাই,এই মুহূর্তে তারাই
পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ! 🙂💙
🌸এই ক্রিকেট আমার রক্তের
সাথে মিশে গেছে…
শত চেষ্টা করলেও কোনো নারী
এর সমতুল্য হতে পারবে নাহ্।🙂
🏏🥰ভালো লাগার নাম যদি ভালোবাসা হয়,তাহলে এই ক্রিকেট কে আমি ভীষণ ভালোবাসি,বিনোদনের জায়গায়ও কাঁদতে হয় আমাদের হ্যাঁ আমার CRICKET LOVER 🥺❤️🩹
ক্রিকেট নিয়ে স্ট্যাটাস
এই জেনারেশনে কোন নারীর মায়ায় না জড়িয়ে,
আমি ক্রিকেটের মায়ায় পড়েছি, কারণ আমি ক্রিকেটকে অনেক ভালোবাসি।🏏❤️🥀🥰
প্রিয় আমি তোমার চেয়ে ক্রিকেটকে
বেশি ভালোবাসি।💗🏏
আমার কোনো প্রিয় মানুষ নাই,
আমার সব ভালোবাসা এই cricket এর জন্য।☺️🫂🏏
যারা ক্রিকেট দেখে না, ক্রিকেট বুঝে না,
মোটকথা ক্রিকেট নিয়ে যাদের কোন মাথা
ব্য’থা নাই, এই মুহূর্তে তারাই পৃথিবীর সবচেয়ে
সুখি মানুষ…!!!🙂
কারো জীবন নিয়ে না খেলতে পারা..
ছেলেটাই cricket খেলে…! 🏏🫀
মানসিক শান্তির জন্য মায়াবতী নয়,
আমার Cricket – ই. যথেষ্ট.. 🫶🏏
যখন দেখবেন প্রতিদিন নিয়ম করে
খেলতে পারছেন না ☺️,, তখন বুঝে
নিবেন আপনি বড় হয়ে গেছেন।😔😔
জীবন এর একটা বড় স্বপ্ন ছিলো ক্রিকেটার হবো😔
আফসোস পরিবারের অভাবে তা আর হতে পারলাম না।
শেষ হয়ে যায় বেলা🤭
তবুও শেষ হয় না আমাদের ক্রিকেট খেলা☺
ক্রিকেট খেলার লোভ, আমাকে
আজীবন লোভী করে রাখবে…!! 🏏🥹❤️
বর্তমানে হয়তো বাংলাদেশ
ক্রিকেটের সময়টা খারাপ যাচ্ছে,
কিন্তু জনো প্রিয়তা মোটেও কমছে না।🥀🏏
💥ক্রিকেট এদেশের মানুষের
আবেগ ও ভালোবাসা
বর্তমান ও ভবিষ্যৎতে কখনওই
ক্রিকেটের জনপ্রিয়তা কমবে না।🫵🏻🙅🏻🐯
🏏 💫দুনিয়া উল্টে গেলেও…😏
বাংলাদেশ ক্রিকেট কখনো হারিয়ে যাবে না।😏💥
এখন সময় টা একটু খারাপ চলছে, সমস্যা নাই
ইনশাআল্লাহ আমরা আবার নতুন করে
জেগে উঠবো……!!
love Bangladesh team…….😌🥀
যারা বাংলাদেশের ক্রিকেট খেলা দেখেনা,ক্রিকেট বোঝেনা তারাই বাংলাদেশের সবচেয়ে সুখী মানুষ।🥹🇧🇩
জীবনটা বাংলাদেশ ক্রিকেট দলের
মতো হয়ে গেসে। টার্গেট জানি না,
বাট ট্রাই করতেসি কিছু একটা করার।😚🥀
তুমি আমাকে ছেড়ে চলে গেছো,
but ক্রিকেট আমার জীবনে রয়েই গেছে।🥺🏏
সে হয় তো জানতো না আমি
বাংলাদেশে ক্রিকেট ফ্যান।😘🫶🏏
সমস্যা নাই হারলে ও বাংলাদেশ,🇧🇩
জিতলে ও বাংলাদেশ💔😅
💝🙂অসম্ভব ভালোবাসি এই ক্রিকেটকে!🥹🫶শুভকামনা রইলো বাংলাদেশ টিমের জন্য 🇧🇩🏏
ক্রিকেট নিয়ে আবেগি স্ট্যাটাস
ক্রিকেট আমার জীবন ক্রিকেট আমার ভালোবাসা লাইফে আমি সব কিছু ছাড়তে রাজি আছি কিন্তুু ক্রিকেট কে ছাড়তে পারবো না 🥰🥰
🥀🌿🦋🏏হাজারো কষ্ট ভুলে থাকার ঔষধ এই ক্রিকেট 🥰💔
ক্রিকেট আমার যৌবনের প্রথম ভালোবাসা 🏏💝
ভালোবাসা মানে Cricket.আর
ক্রিকেট মানেই আমার ইমোশন আমার আবেগ।🤟🤗
আগে ক্রিকেট খেলা তেমন একটা ভালো লাগতো না। খেলা হলে দেখতামও না”আগেই ভালো ছিলাম। কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেট টিমের প্রেমে পড়ে পুরায়
মরার মতো অবস্থা হয়ে গেসে..!!🧡🏏🦋
পালানোর বয়স নাই মোবাইল বন্ধ পাইলে ভেবে নিয়েন ফুটবল বা ক্রিকেট খেলতে গেছি 🫰
হঠাৎ করে একদিন ক্রিকেটকে ভালোবেসে ফেলছিলাম,তারপর থেকে আজও ভালোবেসে যাচ্ছি..!🏏🫶
ক্রিকেট আমার ভালোবাসা
ক্রিকেট🏏 আমার আবেগ
ক্রিকেট আমার ইমোশন বল
ব্যাট আমার হাতে থাকলে আমি
ভুলে যাই সব ডিপ্রেশন।💕🏏💕
💥ক্রিকেট শুধু আমার আবেগ নয়,
আবেগের চেয়েও অনেক কিছু 🏏💖
ক্রিকেট খেলা নিয়েই আমার আবেগ।🏏🏏
সবাই বলতেছে বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা হারিয়ে গেছে, ক্রিকেট ফ্যানরা হারাই না। বেশি না_একটা ম্যাচ জিতলেই হবে, আগের চেনা রূপে ফিরবেএই,
ক্রিকেট আমাদের গর্ব আমাদের আবেগ।🏏🫶🥀😘
যদি আপনি ক্রিকেট খেলেন আবেগ দিয়ে,
তবে আপনার মধ্যে থাকা অনেক খারাপ গুণাবলি ধীরে ধীরে লোপ পেয়ে যায়।😓🏏🥀
❤️🩹আরো একটা ক্রিকেট ম্যাচ!আরো একটা মন ভাঙ্গার গল্প,আরো একটা মন খারাপের রাত বার বার মন ভাঙ্গার গল্প আর বদলায় না…!😔💔
🥰💖’ক্রিকেট শরীরকে ক্লান্ত করে, গায়ের ঘাম ঝরায়, কিন্তু মনকে নয়…… এইজন্যই ক্রিকেট 🏏 এর প্রতি এতো ভালোবাসা থেকে যাই।,,,,,!!🏏🏏🏏
বাংলাদেশ ক্রিকেট নিয়ে ছন্দ
হারের পরেও হার মানে না মন,
জয়ের গল্পে ভরে প্রতিটি ক্ষণ।
বাংলাদেশ ক্রিকেট গর্বের নাম,
লাল-সবুজে বাজে বিজয়ের গান!
সবুজ মাঠে লাল সূর্যের দল,
বাংলার টাইগার, গর্জে চলে বল।
হাতে ব্যাট, বুকে আগুন জ্বালে,
জয় যেন লেখে প্রতিটি স্কোর বোর্ডে।
সবুজ মাঠে বাজে গর্জন,
বাংলার টাইগার আগুন মন।
একটা বল, একটা ছক্কা,
লাল-সবুজে স্বপ্ন আঁকা।
বৃষ্টি ঝরে মনটা ভেজে,
তবুও খেলা চলে রোদ মেঘে।
বাংলাদেশ ক্রিকেট প্রাণের গান,
একবার জিতলে বাজে,
লাল সবুজের গান।
সবুজ মাঠে জ্বলে লাল আলো,
বাংলার বাঘরা গর্জে উঠো।
হাতের ব্যাটে স্বপ্ন আঁকা,
প্রতি বলেই জয়ের ডাক।
রক্তে মিশে ক্রিকেটের গান,
বাংলাদেশ মানে অজস্র প্রাণ!
আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক স্বপ্ন ছিল এবংক্রিকেট ছিল তার মধ্যে একটি☺️🥰🏏❤️
ক্রিকেট নিয়ে কিছু কথা
ওহে শখের ক্রিকেট! এক নামে কত স্মৃতি, কত আবেগ, কত গল্প! শুধু খেলা নয়, এটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলে বড় হয়েছি আমরা। ক্রিকেট আমাদের শিখিয়েছে টিমওয়ার্ক, নিয়ম-কানুন মেনে চলা, হার-জয়ের মেনে নেওয়া। 🏏🏏🏏🏏🥎🥎 I love you cricket 🥰🥰❤️
শেষ কথা
শেষমেশ এটাই বলার, ক্রিকেট আমাদের এক বুক আশা, গভীর ভালোবাসা। জয় বা পরাজয় যা-ই হোক না কেন, এই খেলাটা আমাদের অনেক আনন্দ দেয়। আর্টিকেলটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করছে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে আমাদের ওয়েবসাইটে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ♥️
অন্য পোস্ট পড়ুন 👇