পৃথিবীতে রাগ ,অভিমান, ভালোবাসা, দুঃখ কষ্ট সবকিছু মিলিয়েই মানুষের জীবন। প্রিয় মানুষের সাথে মাঝে মাঝে ছোটখাটো রাগ বা অভিমান হওয়া একেবারেই স্বাভাবিক। আমরা জানি এই রাগ অভিমানই সম্পর্ককে করে তোলে আরও মধুর । তবে,রাগ যদি বেশিদিন দুজনের মধ্যে থাকে, তাহলে সেটা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মত অবস্থা হয়ে যায়। তাই দরকার এমন কিছু কথা, যা মুহূর্তেই গলিয়ে দেবে সব রাগ -অভিমান।
কখনো কখনো একটি ছোট্ট রাগ ভাঙ্গানোর এসএমএস বা মেসেজই পারে আপনার প্রিয় মানুষের রাগ অভিমান ভাঙ্গিয়ে দিতে। প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী কিংবা কাছের বন্ধুর রাগ ভাঙাতে সঠিক কিছু সুন্দর কথাই হয়ে উঠতে পারে অনেক কার্যকর , যা ভালোবাসাকে ফিরিয়ে আনে আগের জায়গায়।
তাই আপনার জন্য আমরা সাজিয়েছি ১০০+ প্রিয় মানুষের রাগ ভাঙ্গানোর মেসেজ ও রাগ ভাঙ্গানোর এসএমএস (২০২৫)। ভালোবাসায় ভরা এই মেসেজগুলো আপনার সম্পর্ককে করবে আরও গভীর, মুছে দেবে মনোমালিন্য আর ফিরিয়ে আনবে আগের সেই হাসি। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক।
প্রিয় মানুষের রাগ ভাঙ্গানোর মেসেজ
তুমি যদি সবসময় এভাবে রাগ করে থাকো, তাহলে আমি কথা বলবো কার সঙ্গে? জানোই তো, তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না আমার…! 🥺❤️🩹
রাগ করো, অভিমান করো, ঝগড়াও করো তবুও প্লিজ, কখনো আমাকে ছেড়ে যেও না… তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও কল্পনা করতে পারি না নিজেকে।😭🥀💔”
জান তোমার সাথে রাগ বা অভিমান করে থাকলে
আমার কিচ্ছু ভাল্লাগে না….!🥺
শুধু ভাল্লাগে তোমার সাথে কথা বলতে….! ❤️🩹
আর তোমাকে দেখতে….! 🤗
তুমি রাগ করেছো বুঝি কিন্তু বিশ্বাস করো, আমি কখনোই তোমার মন খারাপ করার জন্য কিছুই করিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।🙏💔🥀
তোমার অভিমান আমাকে খুব কষ্ট দিচ্ছে। ফিরে এসো, কথা বলো… চুপ করে থাকলে কষ্টটা আরও বেশি লাগছে।
রাগ করো ঠিক আছে, কিন্তু কথা বলা বন্ধ করে দিও না… আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি।🥀❤️
একটু হাসো না প্লিজ তোমার হাসি না দেখলে আমার দিনটাই ভালো যায় না। তোমার সাথে কথা না বলতে পারলে আমার দম বন্ধ হয়ে আসে, প্লিজ একটু কথা বলো।🙏😔
তুমি রাগ করলে আমি কেমন করে শান্তি পাই বলো?
প্লিজ রাগ করে থেকো না কথা বলো, চলো সব ভুলে আবার আগের মতো হই।🙂😍
আমার ভুল হয়ে গেছে, স্বীকার করছি কিন্তু জানো তো, তোমার মতো আপন কেউ নেই আমার জীবনে।
প্লিজ রাগ করে থেকো না কথা বলো। 🙏🙏😔
তুমি যদি একবার বলো সব ঠিক আছে, তাহলে আমি আবার নিশ্বাস নিতে পারি। প্লিজ রাগ ভুলো যাও। আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ কথা বলো আমার সাথে।🙏😔
তোমার অভিমান মানেই তো তুমি আমাকে ভালোবাসো তাই না? এবার একটু ক্ষমা করো আমাকে। যদিও আমরা ভুল হয়ে গেছে প্লিজ মাফ করে দাও,🙏😔
তুমি যদি এমন চুপচাপ আর রাগান্বিত থাকো, তাহলে বলো না আমি কার কাছে মন খুলে বলবো? তুমি ছাড়া যেন সব কিছু ফাঁকা লাগে… 🥺💔
রাগ করো, দুঃখ করো, মনের কথা না বলেও দূরে থেকো তবুও একটাই অনুরোধ, আমার থেকে কখনো সরে যেও না… কারণ তোমার ছায়াটাও হারালে আমি বেঁচে থাকতে পারবো না।😭🌫️🥀”
_জান গো..!!
তুমি রাগ কইরো না কারণ তুমি রাগ করলে মনে হয়, পুরা দুনিয়া টা আমার ওপর রাগ করে আছে,যাও কানে ধরছি আর কখনো তোমারে রাগামু না..!!
রাগ ভাঙ্গানোর এসএমএস ২০২৫
তোমার নীরবতা আমাকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। আমার ভুল হতেই পারে, কিন্তু ভালোবাসাটা তো নিখুঁত ছিল,আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ ক্ষমা করো আমাকে।🙏😔
রাগ করো ঠিক আছে, কিন্তু বেশি দূরে চলে যেও না। আমার পৃথিবীটা তোমায় ছাড়া অন্ধকার।
তুমি না থাকলে সব কিছু ফাঁকা ফাঁকা লাগে। রাগ ভাঙাও ফিরে এসো আমি তোমারি অপেক্ষায় আআছি চুপচাপ।
আমার ভুলগুলো বড় হতে পারে, কিন্তু তোমার ভালোবাসা তো সবচেয়ে বড় ছিল। এই ভালোবাসার খাতিরে ক্ষমা করে দাও আমাকে।
তুমি রেগে গেলে হাসিটাও চলে যায় আমার মুখ থেকে। চল না নতুন করে শুরু করি… একসাথে, আগের মতো।
রাগ করো অভিমান করো,কিন্তু দয়া করে চিরদিনের জন্য ছেরে যেওনা না। তোমার কথার ভয়েস শুনলেই বুকটা হালকা হয়ে যায়। আমি তোমাকে অনেক ভালোবাসি,প্লিজ জান চলো না আবার এক হয়ে যাই।
তুমি যখন রাগ করো, আমি তখন বারবার নিজেকে দোষ দিই। কারণ তোমার মন ভাঙানোর মানুষ তো আমি ছাড়া আর কেউ নেই।
তুমি চুপ মানেই আমার দিনটাই মলিন। একটু কথা বলো, একটু মন দাও আমি শুধরে নিতে চাই সব কিছু।
হয়তো আমি বুঝে উঠতে পারিনি তোমার কষ্ট, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি।
তোমার মনখারাপ দেখে আমারও মন ভেঙে যায়। আমি বদলে যাবো, শুধুমাত্র তোমার একটা হাসির জন্য,ক্ষমা করে দাও প্লিজ।🙏😔
রাগ কমাও প্লিজ, ভুল করে ফেলেছি। তুমি চুপ থাকলে আমি কষ্ট পাই।”প্লিজ জান কথা বলো আমার সাথে।😔🙏
তুমি না কথা বললে আমার পৃথিবীটা থেমে যায়। ভালোবাসি তোমায় ক্ষমা করে দাও আমায়।
একটু হাসো তো, তোমার মুখে সেই মিষ্টি হাসিটা খুব মিস করছি। রাগ ভেঙে চলো আবার আগের মতোই ভালোবাসি।❤️🥀
ভুল হলে সরি, কিন্তু ভালোবাসাটা সত্যি ছিল, আছে, থাকবে। কথা বলো, প্লিজ?🙏😔
তুমি ছাড়া কিছুই ভালো লাগে না। রাগ করো না প্লিজ, আমি খুব কষ্ট পাচ্ছি, তোমার সাথে কথা বলতে না পেরে,প্লিজ জান একটু কথা বলো।🙏😔🙏
জানি তোমার কষ্ট লেগেছে, কিন্তু তুমি রাগ করলে আমি আরও ভেঙে পড়ি। আমাকে ক্ষমা করে দাও।🙏😔
একটা এসএমএসেই যদি তোমার মুখে হাসি ফোটে, তবে আমি হাজারটা পাঠাতে রাজি। তবুও কথা বলো আমার সাথে, তোমার সাথে কথা না বলতে পারলে আমার একটুও ভালো লাগেনা,কেমন জানি দম বন্ধ হয়ে আসে, প্লিজ জান কথা বলো।🙏😔
ভালোবাসি বললেই সব ঠিক হয়ে যায় না জানি, কিন্তু আমি মন থেকে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি।প্লিজ জান আমাকে ভুল বুঝোনা কথা বলো।😔🙏🙏
ভালোবাসার মানুষের রাগ ভাঙ্গানোর মেসেজ
তুমি রাগ করেছো ঠিক আছে। কিন্তু আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। প্লিজ কথা বলো আমার সঙ্গে।🙏😔
আমার ভুল হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো, মনটা কেঁদে উঠেছে তোমার অভিমান দেখে। চলো না আবার হাসিমুখে কথা বলি।🙂😍
তোমার রাগও আমার কাছে অনেক প্রিয়, কারণ সেটা তোমার ভালোবাসা থেকেই আসে। এবার একটু হাসো তো প্লিজ?
রাগ করে থেকো না, তুমি রেগে থাকলে আমার দিনটাই মলিন হয়ে যায়। চলো, ঝগড়াটা শেষ করি, এখন শুধু ভালোবাসা থাকুক।
তোমার ভালোবাসায় এত অভ্যস্ত হয়ে গেছি যে রাগটা সহ্য হয় না। একটু মাফ করে দাও, আমি শুধরে নেবো।
তুমি চুপ থাকলে আমার পৃথিবীটা থেমে যায়। তুমি কথা না বললে আমার হাসিটাও হারিয়ে যায়। প্লিজ, রাগ ভাঙাও।
আমি জানি, আমার কথায় তোমার মন খারাপ হয়েছে। কিন্তু বিশ্বাস করো, ইচ্ছা করে কিছু করিনি। তুমি তো আমার সবকিছু!
তোমার অভিমানটাই প্রমাণ করে তুমি আমাকে কতটা ভালোবাসো। এবার একটু ভালোবাসা দিয়ে রাগটাও ভাঙিয়ে দাও না!
রাগটা করো, কিন্তু আমায় ছেড়ে থেকো না। আমি তোমার কাছে ভুল স্বীকার করছি, এবার একটু জড়িয়ে ধরো না!
তুমি রাগ করলে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। এসো, আলো ফেরাই আবার আমাদের ছোট্ট ভালোবাসার দুনিয়ায়।
তুমি রাগ করেলে আমি রাগ ভাঙ্গাবো..
-আর আমি রাগ করলে তুমি শুধু একটা কিস দিও তাহলেই হবে জান।
মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ
তোমার রাগ আমার হৃদয়ে কাঁটা হয়ে বিঁধে… প্লিজ আর রাগ করে থাকো না। একটা হাসি দাও আমার দিনটা ভালো যাবে। তোমার একটা হাসি আমার সারা দিনের খুশি।😍🥀
ভুল হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো ইচ্ছা করে কিছু করিনি। তুমি না হাসলে আমার মন ভালো থাকে না।
প্লিজ রাগ করে থেকো না একটু কথা বলো।🙏😔
তুমি আমার জীবনের সবচেয়ে দামী মানুষ। তোমার রাগ দেখলে বুঝি আমি কতটা ভালোবাসি তোমায়। প্লিজ মাফ করে দাও।😔🙏
রাগ করো, অভিমান করো – সব ঠিক আছে, কিন্তু আমাকে ছেড়ে যেও না। আমি তোমায় ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না।
আমি হয়তো কথা দিয়ে কষ্ট দিয়েছি, কিন্তু আমার ভালোবাসায় কোনো কমতি নেই। রাগ ভেঙে একটু কথা বলো, প্লিজ!
তুমি না থাকলে চারপাশ ফাঁকা লাগে। তোমার অভিমান যেন আমার জীবন থমকে যায়। ফিরো, ভালোবেসে জড়িয়ে ধরো।
রাগ করতে পারো কারণ তুমি আমার। কিন্তু সেই রাগ যদি তোমার চোখের জল হয়ে ঝরে, সেটা আমি সহ্য করতে পারি না।
তোমার হাসিটা আমার জন্য অক্সিজেনের মতো। রাগ করো না প্লিজ… আবার সেই মিষ্টি হাসিটা দেখতে চাই।
তুমি ছাড়া কিছুই ভালো লাগে না, এমনকি নিজেরও না। রাগ ভাঙাও তো ভুলগুলো শুধরে নিবো।
ভুল করে থাকলে সত্যিই দুঃখিত। একটা সুযোগ দাও, প্রমাণ করে দেবো – আমার ভালোবাসা এখনো ঠিক আগের মতোই আছে।
ছেলেদের রাগ ভাঙ্গানোর মেসেজ
রাগ করো ঠিক আছে, কিন্তু কথা না বলে থেকো না প্লিজ 😔
তোমার চুপ থাকা আমার মনটা একদম ভেঙে দেয়, 💔
একটু কথা বলো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 🫶
জানি ভুল করেছি কিন্তু ইচ্ছা করে না,😞
তুমি না থাকলে কিছুই ভালো লাগে না,💭
একবার শুধু বলো মাফ করলাম আমি হাঁসতে শিখব আবার।😊
তোমার রাগ মানেই আমার রাতজেগে কান্না করা,😢
তুমি রাগ করো, তবুও আমি তোমায় আগের মতোই ভালোবাসি ❤️
প্লিজ একটু কথা বলো না? 🙏
তুমি চুপ করে থাকলে আমার পুরো দিনটাই থেমে যায়, 🕰️
তোমার একটা ছোট্ট মেসেজেও আমি খুশি হয়ে যাই,😊
রাগ ভাঙাও না প্লিজ, তুমি তো আমার সবকিছু! ❤️
ভুল হয়ে গেছে, কিন্তু মনটা তো সবসময় তোমার কাছেই ছিল, 💌
একটু বুঝো আমায়, ভালোবাসি বলেই তো এতো কষ্ট পাই,😔
চলো না আবার আগের মতো হয়ে যাই ।🙂😍
তোমার হাসিটা না দেখলে মনটাই খারাপ থাকে,😞
তুমি রাগ করলে আমার পুরো দুনিয়াটা ফাঁকা লাগে, 💔
প্লিজ রাগ ভাঙাও, আবার আগের মতো হেসে উঠো,🥺
তুমি যদি না কথা বলো, আমি কার সাথে খুনসুটি করব? 🥺
একটা মেসেজ দাও না প্লিজ, আমি সারাদিন অপেক্ষা করছি,📱
ভালোবাসি বলেই তো আবার বারবার ফিরে আসি।❤️🥀
জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি… কিন্তু বিশ্বাস করো, ইচ্ছা করে কখনো কিছু করিনি। 😔
তোমার রাগটা আমি বুঝি, আর সেটা আমার প্রাপ্যও হতে পারে।
কিন্তু একটা অনুরোধ একটু আমার দিকটাও ভাবো, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও শান্তিতে থাকতে পারি না। 😢
প্লিজ একটু কথা বলো… আমি প্রতিটা মুহূর্তে তোমার জন্য অপেক্ষা করছি।🕰️❤️
রাগ করো দুঃখ দাও কিন্তু একদম চুপ থেকো না প্লিজ! 🥺
তুমি কথা না বললে মনে হয় আমার আশেপাশে সব কিছু থেমে গেছে।
তোমার একটা মেসেজ, একটা হাসি আমার সব দুঃখ ভুলিয়ে দেয়। 😊
আমি সত্যিই দুঃখিত… ভুল হয়ে গেছে… আর এমন হবে না, কথা দিলাম।
তোমার সেই মিষ্টি মুখটা আবার দেখতে চাই… রাগ ভাঙাও না প্লিজ কথা বলো আমার সাথে।🙏❤️🌸
তুমি যখন রাগ করো, তখন আমি নিজের কাছেই ছোট মনে হয়,😔
তোমার ভালোবাসাটা আমার জীবনের সবচেয়ে দামি জিনিস।
তোমার অভিমান ভাঙাতে আমি যদি শতবারও দুঃখ প্রকাশ করি, তাও কম মনে হবে।
একবার শুধু বলো ঠিক আছে, মাফ করে দিলাম আমি আবার হেসে উঠব।😊
তোমায় অনেক ভালোবাসি, আর এই ভালোবাসার জন্যই বারবার তোমার কাছে ফিরে আসি।💖
তুমি চুপ করে থাকলে আমার ভেতরটা কেমন যেন ভেঙে পড়ে,😢
তোমার হাসি তোমার খুনসুটি, সবকিছু এখন ভীষণ মিস করছি।
আমি জানি ভুল করেছি, কিন্তু আমি তো মানুষ… আমার ভালোবাসা কিন্তু ঠিকই আছে তোমার জন্য 💕
প্লিজ আর কষ্ট না দিয়ে ফিরে এসো, আগের মতো করে একটু আদর করো না আবার? 🫶
রাগ ভাঙাতে গিয়ে যদি বারবার তোমার কাছে ছোট হয়ে যেতে হয়, তাও আমি রাজি…
কারণ, আমি তোমাকে হারাতে চাই না কখনো,💔
তুমি আমার জীবনের এমন একটা অংশ, যেটা ছাড়া আমার দিন, রাত, সব কিছু ফাঁকা ফাঁকা লাগে।
ভালোবাসলে রাগ হয় ঠিক আছে, কিন্তু সেই রাগে যেন দূরত্ব না আসে আমি এটা চাই,😔
তুমি আমার আমি তোমার চল আবার আগের মতো হয়ে যাই। ❤️🌼🥀
বউ এর রাগ ভাঙ্গানোর মেসেজ
রাগ করোনা বউ আমার… জান পাখি, ভুলটা আমারই ছিল। কিন্তু বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিয়ে আমার মনটা একটুও শান্ত নেই। প্লিজ ক্ষমা করে দাও।🙏😔
পাখি আমার, তোমার অভিমান মানেই আমার রাতের ঘুম উড়ে যাওয়া… তোমার সেই মিষ্টি হাসিটা চাই ফিরে, প্লিজ রাগ ভেঙে একটু হাসো তো? প্লিজ জান কথা বলো আমার সাথে।🙏😔
বউ তুমি রাগ করলে আমি যেন দিশেহারা হয়ে যাই… আমার দুনিয়াটা যে তুমি! একবার ভালোবেসে বলো, তোমায় ক্ষমা করলাম’। প্লিজ জান আমাকে ক্ষমা করে দাও।😔🙏
জান, রাগটা করো ঠিকই, কিন্তু আমাকে এতটা অবহেলা করো না… আমি তো সারাদিন শুধু তোমার কথাই ভাবি। প্লিজ একটু কথা বলো।🙏😔
পাখির মতো উড়ে এসো আমার বুকে… অভিমানের পালকগুলো নামিয়ে রাখো মনে। ভালোবাসি তোমায় জীবনের চেয়েও বেশি।জানি আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও তুমি।😔🙏
আমার ভুলে যদি তোমার মনটা ভেঙে যায়, তাহলে সেটা জোড়া লাগানোর দায়ও আমার। শুধু একবার বলো, ‘ঠিক আছে ক্ষমা করে দিলাম।🙏😔
তোমার অভিমান ভাঙানোর জন্য আমি পুরো রাত জেগে থাকব, শুধু একবার বলো ‘রাগ নেই আর’ আমি তোমার অপেক্ষায় আছি, যদিও আমি ভুল করেছি প্লিজ মাফ করে দাও আমায়।🙏🙏
তুমি রাগ করলে আমার হৃদয় কাঁদে… একবার হাসো না বউ, তোমার হাসিই আমার সারা দিনটাই ভালো কাটে। ফিরে এসো আগের মতো করে।প্লিজ জান কথা বলো আমার সাথে।🙏😔
জান, ভালোবাসা মানেই তো মান-অভিমান। কিন্তু এই চুপ থাকা আমাকে পাগল করে দিচ্ছে। চলো না সব ভুলে আবার এক হয়ে যাই।প্লিজ জান কথা বলো আমার সাথে।😔🙏
স্বামীর রাগ ভাঙ্গানোর মেসেজ
স্বামী, আমি জানি তুমি কষ্ট পেয়েছো। আমার জন্য যদি তোমার মন খারাপ হয়ে থাকে, তাহলে সত্যিই দুঃখিত। রাগ ভেঙে একটু কথা বলো না প্লিজ।🙏💔
ভুল মানুষই করে, স্বামী। আমি ভুল করলেও তোমার ভালোবাসা চাই। একটা সুযোগ দাও সব ঠিক করার।
প্লিজ কথা বলো আমার সাথে।🙏😔
তুমি শুধু স্বামী না, আমার সবচেয়ে আপন মানুষ। তুমি রাগ করে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে, তোমার সাথে কথা না বলতে পারলে আমার একটুও ভালো লাগেনা, প্লিজ জান একবার কথা বলো।🙏💔
স্বামী জান, আমি জানি তোমার মনটা কষ্ট পেয়েছে… কিন্তু আমার মনে এখন শুধু তুমি আর তোমার অভিমান। ক্ষমা করে দাও না আমায়।🙏😔
জান আমার প্রিয় স্বামী, রাগ করে কথা না বললে আমার দুনিয়াটাই অন্ধকার হয়ে যায়… একটু মন খোলো কথা বলো না প্লিজ।
স্বামী জান ভুলটা আমার হয়েছে, তাই তোমার কাছেই মাথা নত করছি। তোমার ভালোবাসাটাই আমার সব। প্লিজ রাগ করে থেকো না।🙏😔
জান তুমি শুধু আমার স্বামী না, তুমি আমার পৃথিবী। আমার কথা যদি কষ্ট দিয়ে থাকে, তাহলে একবার মাফ করে দাও।প্লিজ কথা বলো আমার সাথে।🙏🙏
আমার প্রিয় স্বামী জান, আমি জানি আমি ভুল করেছি… কিন্তু তোমার ভালোবাসা ছাড়া আমি একটুও চলতে পারি না। তোমার সাথে কথা বলতে না পারলে আমার একটুও ভালো লাগেনা, প্লিজ আমার সাথে কথা বলো।🙏😔
স্বামী জান আমার মন কাঁদছে… তোমার রাগ ভাঙলে আমি একটু শান্তি পাবো। তুমি আমার জীবনের সবচেয়ে আপন মানুষ।জান আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে কে ক্ষমা করে দাও। একটু কথা বলো আমার সাথে প্লিজ প্লিজ প্লিজ। 🙏
জান সারাদিন শুধু ভাবছি তোমার কথা… স্বামী হয়ে তুমি যদি কথা না বলো, তাহলে আমি কোথায় যাই বলো? জান আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও, তুমি শুধু আমার সাথে কথা বলো তাতেই আমার অনেক ভালো লাগে,প্লিজ কথা বলো আমার সাথে।😔🙏🙏
স্বামী জান আমি ছোট একটা ভুল করেছি, কিন্তু তোমার অভিমানটা অনেক বড় হয়ে গেছে… একটু হাসো তো, তোমার মুখটা দেখতে ভীষণ মন চায়। প্লিজ জান কথা বলো আমার সাথে। 🙏😔
জান আমার রাগ কমাও… স্বামী হয়ে তুমি যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি আর কার কাছে যাবো? ফিরে এসো, কথা বলো না প্লিজ। আমি স্বীকার করছি আমার ভুল হয়ে গেছে,তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি শুধু আমার সাথে একটু কথা বলো তাতে আমার মন ভালো হয়ে যায়, তোমার কথার ভয়েস শুনলেই আমার সারাদিনটা ভালো কাটে, প্লিজ আমার সাথে কথা বলো তুমি।🙏😔
বন্ধুর রাগ ভাঙ্গানোর মেসেজ
বন্ধু রাগ করে থাকলে সত্যি দুঃখিত… তুই না থাকলে সবকিছু ফাঁকা ফাঁকা লাগে।
আমার কোনো কথা বা কাজে যদি তোকে কষ্ট দিয়ে থাকে, বন্ধু তাহলে মাফ করে দিস। তুই আমার খুব কাছের একজন।
বন্ধু রাগ করিস ঠিক আছে… কিন্তু এতটা চুপ করে থাকিস না প্লিজ। খুব খারাপ লাগে।
বন্ধু তোর মুখের সেই হাসিটা অনেক মিস করছি… প্লিজ আর রাগ করিস না।
দেখ বন্ধু আমি ভুল করেছি মানছি… কিন্তু তুই রাগ করে থাকলে মনটাই ভেঙে যায়।প্লিজ একটু কথা বল।🙏😔
বন্ধু তোর অভিমান বুঝি… কিন্তু দোস্ত তোকে ছাড়া সব কিছুই কেমন অচেনা লাগে।
রাগ করলে কর, কিন্তু বন্ধু হয়ে এতটা দূরে চলে যাস না প্লিজ!
বন্ধু আমি না হয় ভুল করেছি… কিন্তু তুই তো আমার আপন মানুষ, কথা বন্ধ করিস না প্লিজ।
বন্ধু একটা সুযোগ দে নিজেকে ঠিক করে নেওয়ার… তুই ছাড়া কিছুই ঠিকঠাক লাগে না।প্লিজ রাগ না করে কথা বল।🙏😔
বন্ধু তোর রাগটা একটুও সহ্য হচ্ছে না… তোকে শুধু একটা কথাই বলি, তোকে খুব ভালবাসি বন্ধু হিসেবে।
বন্ধু তোর রাগটা একদমই মানায় না! প্লিজ, সব ভুলে আবার আগের মতো কথা বল।
বন্ধু তুই রাগ করে আছিস সেটা বুঝি,কিন্তু আমারও তো কষ্ট হচ্ছে রে!😔
ভুল হয়ে গেলে মাফ করে দিস বন্ধু,তোকে ছাড়া আমি একদম একা হয়ে যাই।
তুই রাগ করিস কিন্তু বন্ধু হয়ে কথা বন্ধ করে থাকিস না,মনটা খুবই খারাপ লাগে।প্লিজ বন্ধু রাগ করে না থেকে একটু কথা বল।
প্রেমিকার রাগ ভাঙ্গানোর মেসেজ
জানি তুমি খুব রাগ করেছো। কিন্তু সত্যি বলছি, তোমাকে ছাড়া আমি কিছুই বুঝি না। প্লিজ আর রাগ করে থেকো না, খুব মিস করছি তোমায়।
ভুল যদি করে থাকি মন থেকে দুঃখিত। আমি কখনোই তোমার মন খারাপ করতে চাইনি। একটু কথা বলো না প্লিজ।🙏😔
তুমি রেগে থাকলে আমার দিনটাই কেমন অচেনা লাগে। তুমি কথা না বললে আমি যেন কেমন হয়ে যাই।প্লিজ জান কথা বলো আমার সাথে।🙏
তোমার হাসিটা দেখা ছাড়া আমার ভালো লাগে না কিছুই। প্লিজ রাগ ভাঙাও, আবার সেই মিষ্টি হাসিটা দেখতে চাই।
তোমার চোখে পানি মন খারাপ এটা আমি সহ্য করতে পারি না। ক্ষমা করে দাও আমাকে, আর একটুখানি ভালোবেসে কাছে এসে বলো, সব ঠিক হয়ে যাবে।
প্লিজ জান কথা বলো।🙏😔
রাগ করো ঠিক আছে, কিন্তু কথা বলো না এমনটা কোরো না প্লিজ। তোমার একটুকরো হাসি আমার সব আনন্দ। প্লিজ জান কথা বলো।🙏😔
আমার ভুল হতেই পারে, কিন্তু আমি তোমায় ঠকাতে পারি না। তুমি আমার একমাত্র ভালোবাসা, প্লিজ আর কষ্ট দিয়ো না নিজেকে আমাকে তো দিচ্ছই!প্লিজ জান কথা বলো আমার সাথে,আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ একটু কথা বলো।🙏😔
তুমি রাগ করেছো ঠিক আছে, কিন্তু আমি এখনো আগের মতোই তোমাকে ভালোবাসি। ক্ষমা করে দাও প্লিজ।🙏😔
যদি আমার কোনো কথায় বা কাজে তোমার কষ্ট হয়ে থাকে, আমি সত্যিই দুঃখিত। রাগ ভেঙে একটু হাসো না!
তোমার মুখের হাসিটাই আমার শান্তি। রাগ করে থেকো না প্লিজ, আমি না খুব মিস করছি তোমায়।😔
তোমাকে কষ্ট দিতে চাইনি কখনো। দয়া করে আর রাগ করে থেকো না, তোমার ভালোবাসাই আমার সব কিছু।
তুমি ছাড়া জীবনটা কল্পনাও করতে পারি না। আর কষ্ট দিবনা না, প্রতিশ্রুতি দিলাম।
রাগ ভেঙে একটু বলো মাফ করে দিয়েছি’ বলো না, আমি কান পেতে আছি তোমার মিষ্টি কণ্ঠ শোনার অপেক্ষায়।
তোমার অভিমান আমার কাছে পাহাড়ের মতো। কিন্তু আমি ভালোবাসায় সেই পাহাড় ভেঙে তোমার কাছে পৌঁছাতে চাই। প্লিজ আর রাগ করো না!
তুমি রাগ করেছো তাতে আমার কোনো না কোনো দোষ ছিল সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু জানো তুমি রাগ করলে আমার হৃদয়টা ভেঙ্গে যায়,প্লিজ আমাকে মাফ করে দাও!
প্রিয় মানুষের রাগ ভাঙ্গানোর চিঠি
প্রিয়,
তুমি রাগ করেছো জেনে খুব কষ্ট পাচ্ছি। আমি যদি কখনো তোমার মনে কষ্ট দিয়ে থাকি, সত্যি বলছি, ইচ্ছা করে করিনি। তোমার মুখের সেই হাসিটা খুব মিস করছি। ফিরে এসো, কথা বলো না হয় একটু রাগ করেই থেকো, তাও যেন তোমাকে কাছে পাই। প্লিজ চলে যেও না।
শোনো,
আমি জানি আমি ভুল করেছি। কিন্তু বিশ্বাস করো, আমি প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করছি। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। রাগ ভেঙে একটু হাসো না, তোমার হাসি দেখলে আমার পৃথিবীটাই বদলে যায়।
প্রিয়,
রাগ করতে করতেই যদি ভালোবাসা হারিয়ে যায়, তাহলে তো আমি একেবারে একা হয়ে যাবো। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু আমাকে আরেকটা সুযোগ দাও সব ঠিক করার। তোমার হাতটা আবার ধরতে চাই।
হায় প্রিয়তম,
তোমার চোখে যদি অশ্রু এসে থাকে, তাহলে সে আমার ভুলের ফল। তুমি চাইলে আমি চুপচাপ তোমার সামনে দাঁড়িয়ে থাকব, শুধু একটুখানি “ক্ষমা করো” শুনিয়ে দিও। বিশ্বাস করো, আমি শুধরাতে চাই।
প্রিয়,
তোমার অভিমান আমাকে ছিন্নভিন্ন করে ফেলছে। আমি জানি, সবকিছু ঠিক করার দায়িত্ব আমার। তুমি যদি একটু মন খুলে কথা বলো, আমি চুপচাপ সব শুনব। শুধু আরেকবার ভালোবাসার সেই পুরোনো দিনগুলোতে ফিরিয়ে নিয়ে চলো।
আমার হৃদয়ের মানুষ,
তুমি দূরে সরে আছো বলে আমার প্রতিটি মুহূর্ত অনেক কষ্টে কাটাতে হচ্ছে। তোমার রাগটা যদি সত্যিই আমার কারণে হয়, তাহলে আমি দুঃখিত। আসো পুরোনো দিনের মতো দু’জনে আবার এক হয়ে যাই।
প্রিয়,
আমি হয়তো ভুল করেছি, কিন্তু আমি তোমাকে কখনো ঠকাতে চাইনি। রাগ করো, কিন্তু যোগাযোগটা ছিন্ন কোরো না। কারণ তোমার সাথে কথা না বলতে পারা, আমার জন্য সবচেয়ে বড় শাস্তি।
প্রিয়,
তোমার নিরবতা আমাকে কাঁদিয়ে তোলে। আমি চাই, তুমি আমার ভুলগুলো ক্ষমা করো। কারণ আমি চিরকাল তোমার পাশে থাকতে চাই। একটা বার মাফ করে দাও, দয়া করে।
প্রিয়,
তোমার রাগ যে কতটা গভীর, সেটা আমি এখন অনুভব করছি। কিন্তু বিশ্বাস করো, আমার মন শুধুই তোমার জন্য কাঁদছে। আবার একসাথে বসে হাসি, গল্প করি সেই দিনটা ফিরিয়ে আনো।
প্রিয়তম,
রাগটা যদি কষ্টের হয়, তাহলে আমি চাই না তুমি কষ্ট পাও। আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমার রাগটা ভাঙাতে চাই। ফিরে এসো, চল সব ভুলে নতুন করে শুরু করি।
প্রিয় মানুষের রাগ ভাঙ্গানোর ছন্দ
রাগ করে থেকো না তুমি বেশিদিন,
তোমায় ছাড়া কাটে না তো দিন।
হাতটা ধরে চলো না ফিরে,
ভালোবাসা থাকুক চিরদিন ধরে।
তোমার রাগে ভেঙে যায় মন,
তুমি না থাকলে কষ্টে কাটে জীবন।
একটু হাসো দাও না দেখা,
তোমায় ছাড়া আমি একা।
ভুল করেছি তাই তো বলি,
রাগ ভেঙে চলো একসাথে চলি।
তুমি না থাকলে সবই ফাঁকা,
তোমার চোখে আছে আমার ভালোবাসার রেখা।
তোমার অভিমানে নীরব আকাশ,
মনের কান্নায় ভিজে গেছে আশ।
ভালোবেসে তোমাকে দিলাম এই মন,
তোমায় ছাড়া নেই কোনো জীবন।
রাগ করে থেকো না গো এতক্ষণ,
মনে রেখো তুমি আমার প্রাণের স্পন্দন।
ভুল করে ফেলি যদি আমি,
ক্ষমা করে দাও, তুমি তো জানো কতটা ভালোবাসি!
শেষ কথা
বন্ধুরা আশা করি আজকের এই প্রিয় মানুষের রাগ ভাঙ্গানোর মেসেজ গুলো আপনাদের অনেক উপকারে এসেছে। এইরকম সুন্দর সুন্দর স্ট্যাটাস ক্যাপশন কবিতা ছন্দ পিকচার রিলেটেড যে কোন ধরনের আর্টিকেল পেতে নিয়মিত আমাদের এই (banglastatus.blog) ওয়েবসাইটের সাথেই থাকুন। এতক্ষণ ধরে এই আর্টিকেলে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আর্টিকেল পড়তে পারেন।👇
অন্য পোস্ট পড়ুন: